1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদা নদীতে বিলীন হলো সড়কটি : তলিয়ে গেছে অনেকের বসতভিটি ও শস্যক্ষেত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে ট্রাভেল ব্যাগ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সেপ্টেম্বরে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার টিসিবি’র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী মাগুরায় বিনা,র  মাঠ দিবস অনুষ্ঠিত রামগড়ে দুর্গম অন্তুপাড়া স্কুল শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ মাগুরায় জামায়াতের নির্বাচনী দ্বায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত সংস্কার ছাড়া নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদ জন্ম নেবে: গোলাম পরওয়ার আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু : প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর আদর্শচ্যুতিতেই গড়ে উঠে আয়নাঘর-টর্চার সেল- মাহমুদুর রহমান সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই

হালদা নদীতে বিলীন হলো সড়কটি : তলিয়ে গেছে অনেকের বসতভিটি ও শস্যক্ষেত

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৭৭ বার

চলাচলের রাস্তাটি বর্তমানে হালদা নদীতে পরিণত হয়েছে। দিন যতই যাচ্ছে, ক্ষতির পরিমাণ ততো বাড়ছে, দুর্ঘটনার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ক্ষয়ক্ষতির পরিমান কমতো নিশ্চয়ই।

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কস্থ হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নাধীন সাত্তারঘাট রাস্তার মাথা হতে হালদা নদী সংলগ্ন এরিয়া অংকুরীঘোনা হয়ে গড়দুয়ারা কামদর আলী চৌধুরী হাট সড়কের চেংখালী খালের স্লুইসগেটের ছোট্ট ফাটল থেকে ভাঙ্গন ধরেছিলো ৩-৪ মাস আগেই, সম্প্রতি সম্পূর্ণরূপে ধ্বসে গিয়ে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র তথা বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হালদা নদীর সাথে মিশে একাকার হয়ে গেছে। সাম্প্রতিককালের বৃষ্টিতে পানিতে ডুবে গেছে সড়কটি। এমনকি পানি ঢুকে তলিয়ে গেছে আশপাশের বসতভিটা, নষ্ট হয়েছে অনেক ফসলের ক্ষেত।

বর্তমানে মানুষের আশপাশের অন্তত: দশ হাজার লোক পারাপারের একমাত্র ভরসা হচ্ছে বাঁশের সাঁকো। টইটম্বুর জোয়ারের পানিতে সাঁকো ডুবে গেলে তখন আর পারাপার হওয়া যায়না। জোয়ারের পানি কমলে গিয়ে ভাটার সময়ে পারাপার হওয়া যায়।

স্থানীয়দের অতি প্রয়োজনীয় খুবই ঝুকিপূর্ণ এই সাঁকো দিয়েই দৈনন্দিন কাজে যোগদান ছাড়াও ক্রয়-বিক্রয়ে ইছাপুর ফয়জিয়া বাজার, সত্তারঘাট বাজার, কান্তর আলী চৌধুরী হাট বাজারে যাতায়াতে ঝুঁকি নিয়েনপারাপার হচ্ছেন ৩গ্রামের লোকজন। এছাড়া শিক্ষার্থীদের স্কুল-কলেজে, শিক্ষক, বিভিন্ন শ্রেণি পেশাজীবি, বয়োবৃদ্ধ সহ সকলেই পড়েছেন বিপদে।
কিছুটা দূরবর্তী হাটহাজারী- মেখল- গড়দুয়ারা- মাদার্শা সড়কটি ব্যবহার করছেন তারা। কিন্তু সকলেরই প্রশ্ন! এমনটি আর কতোদিন?।

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা জানতে চাইলে বলেন- ভাঙ্গন দেখা দেয়ার পর আমরা সার্ভে করেছিলাম এবং তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদার বলেন- কিছু অংশ ধসে পড়ার পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসে স্থানটি পরিদর্শন করেছিলেন। পরে দূর্ভোগ লাঘবে এলাকাবাসী মিলে কিছু ইট বিছিয়ে মেরামত করেছিলাম, আসলে এটি বড় বাজেটে স্থায়ী সমাধান করতে হবে।’
এবিষয়ে সাংসদ মহোদয়, পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছেন এলাকাবাসীর পক্ষে- মহসিন তালুকদার, এনাম চৌধুরী ও রিয়াজ মোর্শেদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net