বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ফজলে পরশ বলেছেন রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য যুবলীগের পদ-পদবী পেতে আমাদেরকে কোনো উপঢৌকন দেবেন না কোন অর্থ দিতে হবে না। আপনারাও কোনো নেতাকর্মীকে পদ-পদবিতে আনতে টাকা নেবেন না, টেন্ডারবাজি চাঁদাবাজি করবেন না।’
হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ১৯ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জেলা শাখার বর্ণাঢ্য ত্রি-বার্ষিক সম্মেলনে যুবলীগ চেয়ারম্যান এসব কথা বলেন।
সকাল হতে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে, পরে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিলের পরিচালনায় এবং সভাপতি শেখ ফজলে শামস পরশ এর সভাপতিত্বে হাটহাজারী কলেজ অভ্যন্তরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় বিকেল ৫টায়।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলমের সঞ্চালনায় ও সভাপতি এস এম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
বক্তৃতায় তিনি বলেন- মির্জা ফখরুল বলছেন- বিএনপি নাকি শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবে না’ এসব আসলে ভাঁওতাবাজি, তারা মুখিয়ে আছেন, নির্বাচনে আসার জন্য শেখ হাসিনার অধীনেই। এই নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, শেখ হাসিনা থাকবেন সরকার প্রধান।’ মন্তব্য করেন তিনি।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন- সম্মেলনের উদ্বোধক, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা ছিলেন- যুবলীগ সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল।
বিশেষ অতিথির ভার্চুয়ালি বক্তব্য রাখেন- তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি।
অতিথি ছিলেন- আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আলহাজ্ব দিদারুল আলম এমপি, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।
কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সম্পাদক ব্যারিষ্টার শেখ নাঈম ও মো. বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ ও মেজবাহ উদ্দীন আরজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী, উপ প্রচার সম্পাদক আদিত্য নন্দি, সদস্য নিয়াজ মোর্শেদ এলিট প্রমূখ।
দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ৯জন, সাধারণ সম্পাদক পদে ২২জনের সাক্ষাৎকার গ্রহণ করেন যুবলীগ চেয়ারম্যান।
পরে পরস্পর সমঝোতার প্রস্তাব দিয়ে সময় দেন তিনি, কিন্তু পদ প্রত্যাশীরা ৩১ জন প্রত্যেকেই নিজ অবস্থানে অনড় থাকেন।
পরে উপস্থিত সকলের কাছে জানতে চান- তার উপর আস্থা আছে কিনা’ সকলে স্ব সমস্বরে- হ্যাঁ’ বলেন।
পরে ঢাকা গিয়ে তিনি কেন্দ্র থেকে ঘোষণা দেবেন বলে জানিয়ে দেন সবাইকে।