মীরসরাইয়ে মহামায়া ইকো-পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় পরিবেশ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণে বন ও বৃক্ষের ভূমিকা এবং করণীয় বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার মীরসরাই রেঞ্জ অফিসে দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়।
মীরসরাই রেঞ্জ কর্মকর্তা আবু তাহের এর তত্বাবধানে উক্ত প্রশিক্ষণ কর্মশালা বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী, আরো বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন, আহসানিয়া মিশন (সুফল প্রকল্প) মীরসরাই ফিল্ড ফেসিলেটেটর আশরাফুল ইসলাম, নারায়নহাট রেঞ্জ
কর্মকর্তা সুরজিৎ চৌধুরী,করেররহাট রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন, করেরহাট সহকারী বন সংরক্ষক,
জামিল মোহাম্মদ খান সহ প্রমুখ।
এসময় মহামায়া ইকো-পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।