কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামবাদ ইউনিয়ন আ’লীগের ১ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সিরাজুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
৫ জুন বিকেলে ওই ইউনিয়নের বাঁশঘাটায় ভারপ্রাপ্ত সভাপতি জাফর আলম হেলালীর সভাপতিত্বে এবং ৩ নং ওয়ার্ড আ’লীগ সাধারন সম্পাদক চন্ডী আচার্য্যের পরিচালানায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি, সিরাজুল ইসলাম এমইউপি, দিদারুল ইসলাম এমইউপি, ঈদগাঁও উপজেলা কৃষকলীগ সভাপতি আবছার কামাল,ইউনিয়ন যুবলীগ সভাপতি নাছির উদ্দিন জয়, ৮ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি বশির আহমদ মেম্বার,৪ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি নুরু কোম্পানী এবং ঈদগাঁও উপজেলা ছাত্র’লীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন আহত সাইফুল আ’লীগের একজন নিবেদিত প্রাণ কর্মী এবং দুঃসময়ের সাহসী বঙ্গবন্ধু প্রেমী।
বক্তারা বলেন, ওয়ার্ড আ’লীগ সাধারন সম্পাদক সিরাজের উপর সন্ত্রাসী হামলা কোনভাবেই মেনে নেয়া হবেনা। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দলের গঠণতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহনের দাবীও জানিয়েছেন বক্তারা।
বিক্ষোভকারীদের অভিযোগ গত ৪ জুন সন্ধ্যা সাড়ে ৭ টায় ইউনিয়ন আ’লীগের সভা চলাকালে ঈদগাঁও উপজেলা আ’লীগ সদস্য আবদুর রাজ্জাক এমইউপি, নওশাদ মাহমুদ, শামশুল আলম, সাহাব উদ্দিন, হেলাল সিকদার ও কাসেম আহমদের নের্তৃত্বে আরও ২০/৩০ জন সিরাজকে ইউনিয়ন আ’লীগের কার্যালয় থেকে ঊঠিয়ে নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
পরে গুরুতর আহত সিরাজকে উপস্থিত নেতাকর্মীরা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
প্রতিবাদ সমাবেশে অন্যানের মধ্যে ঈদগাঁও উপজেলা আ’লীগের সদস্য ডাঃ শামশুল হুদা, মাস্টার নাছির উদ্দিন, নুরুল আজিম, সানা মিয়া, ছাত্রলীগ নেতা নিখিল দাশ, নজরুল, জাহেদ, আনোয়ারসহ সহ আ’লীগ ও সহযোগী সংগঠেনর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।