1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকেই দেশ স্বাধীন হয়েছে' : প্রিন্সিপাল মোহাম্মদ শামছ উদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকেই দেশ স্বাধীন হয়েছে’ : প্রিন্সিপাল মোহাম্মদ শামছ উদ্দিন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৯৪ বার

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে বাংলাদেশ আজও স্বাধীনতা লাভ করত কি না সন্দেহ। কারণ বঙ্গবন্ধুর আগে তো অনেক বড় বড় নেতার জন্ম হয়েছিল বাংলার মাটিতে। কিন্তু কেউ তখন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেননি। তাঁদের ডাকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেনি। একমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল।’গত ১৫ আগস্ট ২০২২ইং সিলেট টিলাগড়ে বিকেল ৩টায় ‘বঙ্গবন্ধু লেখক পরিষদ, সিলেট জেলা আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে মুহিবুর রহমান একাডেমির প্রিন্সিপাল বিশিষ্ট কবি রোটারিয়ান মোহাম্মদ শামস উদ্দিন (আরণ্যক শামছ) প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক সিসিক কাউন্সিলর কবি নাজনীন আকতার কণা’র সভাপতিত্বে এবং সদস্য সচিব গল্পকার শহিদুল ইসলাম লিটন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট লেখক প্রফেসর সুনির্মল দেব, কবি আনোয়ার হোসেন মিছবাহ, কবি ধ্রুব গৌতম, বঙ্গবন্ধু লেখক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, সাংবাদিক আফিকুর রহমান আফিক ও সার্জন টিভির পরিচালক জুবের আহমদ সার্জন। আলোচনা ও লেখা পাঠ করেন গীতিকবি উত্তম কুমার চৌধুরী, প্রাবন্ধিক জ্যোতির্ময় দাশ যীশু, কবি ও গল্পকার বিনতা দেবী, কবি ইসমত আরা, কবি জয়নাল আবেদীন বেগ, কবি রোকসানা বেগম, কবি লিপি রানী পাল, কবি শেখ রেহানা আক্তার লিপি, সৈয়দা ফরিদা খাতুন সেলিনা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ‘শোকের পংক্তিমালা’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন শিশু আবৃত্তিশিল্পী তন্ময় আব্দুল্লাহ সৃজন, অর্ণব, মেহেরাব হোসেন প্রমুখ। বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন বাহার উদ্দিন বাহার। সভায় সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধু লেখক পরিষদের সিলেট জেলা কমিটির খসরা অনুমোদন করা হয়, যা শীঘ্রই কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে অনুমোদনের জন্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net