জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে জেলা পর্যায়ে মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের সম্মাননা স্মারক ও সনদ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এ পুরস্কার দেয়া হয়। জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম এ পুরস্কার হাতে তুলে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রণয় চাকমাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।