দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও সংগঠন চাঙ্গা করতে নিষ্কিয় কমিটি সক্রিয় করার মধ্য দিয়ে নিজের ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা যুবদল। এ ধারাবাহিকতায় একদিনে উপজেলার তিনটি ইউনিয়নে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
আজ সোমবার (২৯শে আগষ্ট) উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী ও যুগ্ম আহবায়ক সাইফুর রহমান কাঞ্চন এবং যুগ্ম আহবায়ক আলমগীর কবিরের সাক্ষরিত ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
যুবদল সূত্রে যানা জায়, ধর্মপাশা সদর ইউনিয়নে ওমর ফারুক রূবেলকে সভাপতি ও শফিকুল ইসলাম শাকিলকে সাধারণ সম্পাদক এবং সাহাদাত হোসেন সুজাত কে সাংগঠনিক সম্পাদক করে ৭৪ সদস্য বিশিষ্ট, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে সবুজ মিয়াকে সভাপতি, মিনহাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এবং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে ইকবাল শিকদারকে সভাপতি ও জাহিদ হাসান রিপনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন দেয়া হয়।
সভাপতির দায়িত্ব পেয়ে সদর ইউনিয়ন যুবদলের ওমর ফারুক রুবেল বলেন, বিগত সময়ে আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলাম। বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে প্রতিপক্ষের নানা হয়রানি শিকার হয়েছি। তবুও আন্দোলন ও মিছিল মিটিংয়ে থেকে পিছ পা হয়নি, ভবিষ্যতেও হব না।
একদিনে তিন ইউনিয়ন কমিটি গঠন ও অনুমোদনের সত্যতা নিশ্চিত করেন ধর্মপাশা উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী।