1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিনিয়র জার্নালিস্টস ফোরাম চট্টগ্রাম এর প্রথম সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৭ নভেম্বর ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবরোধের সমর্থনে ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল এর সামনে সাবেক ছাত্র নেতৃবৃন্দের মিছিল শ্রীপুরে সাংবাদিকের উপর হামলা | ‘২৮ অক্টোবর শাপলা চত্ত্বরে মহা-সমাবেশ বাস্তবায়ন উপ-কমিটির বৈঠক অনুষ্ঠিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র – মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক। সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল শ্রীপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন এডিস মশা নিরোধক বিটিআই পণ্যের উদ্বোধন অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুদান প্রদান – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিনামূল্যের সরকারি বই কেজি দরে বিক্রি। কোটি টাকার বিনিময়ে নাঙ্গলকোট উপজেলা সমিতির কমিটি

সিনিয়র জার্নালিস্টস ফোরাম চট্টগ্রাম এর প্রথম সভা অনুষ্ঠিত

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৭১ বার

সিনিয়র জার্নালিস্টস ফোরাম, চট্টগ্রাম এর আহ্বায়ক ও উপদেষ্টা কমিটির প্রথম যৌথ সভা মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। আহ্বায়ক মইনুদ্দীন কাদেরী শওকত এর সভাপতিত্বে ও সদস্য সচিব স.ম. ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপদেষ্টা কমিটির সদস্য ইসকান্দর আলী চৌধুরী, স্বপন দত্ত, মাখন লাল সরকার, আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব নির্মল চন্দ্র দাশ, সাইফুদ্দিন মো. খালেদ, অর্থ সচিব তাপস বড়ুয়া রুমু, আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদ আশরাফী, এ.কে.এম. কামরুল ইসলাম চৌধুরী, দেবপ্রসাদ দাশ দেবু, বাবুল চৌধুরী, জামালুদ্দীন ইউসুফ, গোলাম সরওয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় গত ১১ জুন অনুষ্ঠিত সিনিয়র জার্নালিস্টস ফোরামের সভার সিদ্ধান্ত অনুসারে আহ্বায়ক কমিটির একজন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য সচিব নির্বাচনসহ ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সর্বাত্মক তৎপরতা শুরু করা হয়। সভায় ষাটোর্ধ্ব বয়সী চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্যদের তালিকা পঠিত হয়। এ তালিকা আরো পর্যালোচনা পূর্বক চূড়ান্ত করণের সিদ্ধান্ত গৃহিত হয়।

ফোরামের গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটি সাব কমিটি গঠন করা হয়েছে সভায়। কমিটির কর্মকর্তা ও সদস্যরা হলেন-
আহ্বায়ক ইসকান্দর আলী চৌধুরী, সদস্য সচিব সাইফুদ্দিন মো. খালেদ, সদস্যবৃন্দ- স্বপন দত্ত, সুলতান আহমদ আশরাফী, নির্মল চন্দ্র দাশ। প্রচলিত রীতি অনুযায়ী ফোরামের আহ্বায়ক ও সদস্য সচিব এ কমিটির সদস্য থাকবেন। কমিটি আগামী ডিসেম্বর ২০২২খ্রি. এর মধ্যে একটি খসড়া গঠনতন্ত্র পেশ করবে। এছাড়াও সভায় সিনিয়র জার্নালিস্টস ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য সম্বলিত একটি নীতিমালা পঠিত ও অনুমোদিত হয়। এ নীতিমালা প্রস্তাবিত গঠনতন্ত্রে সন্নিবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।
আগামী ১লা অক্টোবর, চট্টগ্রাম সিনিয়র জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে সভায়।

সভায় সিনিয়র জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাকালিন সদস্য, দৈনিক আজাদীর সাবেক সাংবাদিক তপন কান্তি দাশ বর্মনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম