চট্টগ্রামের রাউজানে সজল বড়ুয়া (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়া পাড়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।সেই নিজ ঘরে তীরের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।আত্মহত্যাকারী সজল বড়ুয়া ওই এলাকার মৃত নির্মল বড়ুয়ার ছেলে।স্থানীয় মেম্বার আলী আকবর জানান, ঘটনার খবর পেয়ে আমরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।তবে কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি জানা যায়নি। পরিবারের লোকজন জানান, সজল অনেক বছর প্রবাসে ছিলেন।
কয়েক বছর আগে দেশে চলে আসার পর আর যায়নি।পরে চট্টগ্রাম শহরে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।গত এক বছর ধরে তিনি ঘরে আছেন।সারাদিন মোবাইল-কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকতো। ধারণা করা হচ্ছে তিনি ইন্টারনেটভিত্তিক গেমসে আসক্ত ছিলেন।তাছাড়াও বিদেশ যাওয়ার বিষয়ে তার পরিবার ঋণগ্রস্তও ছিলেন।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।রিপোর্ট পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।৩ ভাই এক বোনের মধ্যে সজল পরিবারের সবার বড় ছেলে।