1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লন্ডনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার : মির্জা ফখরুল দূর্নীতির বরপুত্র এনবিআর কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ওএসডি এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ৫ বছরে সব সূচকে ন্যাশনাল লাইফের ঈর্ষণীয় সাফল্য কোনো ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ : তারেক রহমান মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন রাজধানীতে বৃষ্টির আভাস, দিনের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যতিক্রমী আয়োজন  শিক্ষাবৃত্তি, মেধাবী শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা 

লন্ডনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালী অনুষ্ঠিত

আমিনুল ইসলাম মুকুল, লন্ডনঃ
  • আপডেট টাইম : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৬০৩ বার

গত শনিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির উদ্যোগ যুক্তরাজ্যের ১৮টি সক্রিয় মানবাধিকার সংগঠনের সমন্বয়ে ওয়েস্ট মিনিষ্টারের পার্লামেন্ট স্কয়ার থেকে ১০ ডাউনিং স্ট্রিট পর্যন্ত একটি র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

ফ্যাসিজম নেভার এগেইন, রিস্টোর ডেমোক্রেসি ইন বাংলাদেশ, স্যাংকশন হাসিনা অ্যান্ড হার ডেথ স্কোয়াডসহ বিভিন্ন দাবীতে প্ল্যাকার্ড বহন করেন র‍্যালীতে অংশ নেওয়া মানবাধিকার কর্মীরা। এসময় তারা বাংলাদেশে ন্যায় বিচার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষে বিভিন্ন শ্লোগান দেন।

র‍্যালী শেষে ১০ ডাউনিং স্ট্রিটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে অনলাইনে যুক্ত হয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, এই জালিম সরকার ক্ষমতা ধরে রাখতে মানুষ খুন করছে। বুধবার বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গুলিত নিহত বিএনপি কর্মীর মাগফিরাত কামনা করে তিনি বলেন, ফ্যাসিবাদের পতন ঘটিয়ে এসব খুনের জন্য তাদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি ফ্যাসিবাদ বিরোধী লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় যেন এই সরকারের ওপর চাপ সৃষ্টি করে এবং মানবাধিকার লঙ্ঘনকারী সরকারের বিচার যেন আন্তর্জাতিক আদালতে হয় সে লক্ষে আন্দোলন অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে অংশগ্রহনকারী মানবাধিকার সংগঠন গুলোর মধ্যে ছিল পিচ ফর বাংলাদেশ, সিটিজেন মুভমেন্ট ইউকে, সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস (এসডিআর), স্ট্যান্ড ফর বাংলাদেশ, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল, নিরাপদ বাংলাদেশ চাই (এনবিসি) ইউকে, ইক্যূয়াল রাইটস ইন্টারন্যাশনাল, হিউম্যানিটি ক্লাব ইউরো বিডি, জাস্টিস ফর বাংলাদেশ, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ইউকে, সলিডারিটি ফর হিউম্যান রাইটস ইউকে, রাইট কনসার্ন, রাইট মুভমেন্ট ইউকে, সাপোর্ট লাইফ ইউকে, ইউনিভার্সাল ভয়েজ ফর জাস্টিস, ভয়েজ ফর জাস্টিস এন্ড রাইটস, ভয়েজ ফর জাস্টিস, হোয়াইট পিজিয়ন ইত্যাদি।

র‍্যালীটি আয়োজনে সমন্বয়কের ভূমিকা পালন করেন সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির ইউকে প্রতিনিধি ও আমার দেশ ইউকে-এর নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমান।

র‍্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসর ড. হাসনাত এম হোসেইন এমবিই, এম এ মালিক, কাউন্সিলর ওহিদ আহমদ, তেহরিক-এ-কাশ্মিরের সেক্রেটারি সলিসিটর রায়হানা ইয়াসমিন আলী, মোঃ তরিকুল ইসলাম, আবদুল্লাহ আল মুনিম প্রমূখ।

মানবাধিকার সংগঠন গুলোর পক্ষে পিচ ফর বাংলাদেশের চেয়ারম্যান ও আইনজীবি মোঃ ডলার বিশ্বাস, বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও পিচ ফর বাংলাদেশের সেক্রেটারী জেনারেল মোঃ মাহিন খান, সট্যান্ড ফর বাংলাদেশের সেক্রেটারী ও অনলাইন অ্যাক্টিভিষ্ট মোঃ তরিকুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল, সাংবাদিক আহসানুল আম্বিয়া শোভন, ব্যারিষ্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার আলিমুল হক লিটন, বিপ্লব পোদ্দার, মেজর অব জাকির হোসেন, নিরাপদ বাংলাদেশ চাই এর সভাপতি মুসলিম খান, ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল এর সভাপতি রায়হান উদ্দিন, সহ সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম সফর, মানবাধিকার কর্মী মোহাম্মদ তারেকুল ইসলাম, নৌশিন মোস্তারি মিয়া সাহেব, বোরহান উদ্দিন চৌধুরী, মোঃআসয়াদুল হক, মো: মিফতা উদ্দীন,মীরজা আবুল আহমেদ, মোঃ ইকবাল হোসেন, মোঃ কামরুল হাসান রাকিব, ফান্টু, রায়হান চৌধুরী, আরিফ আহমদ, মূর্শেদ আহমদ খান, সৈয়দ মোজাক্কির আহমদ, আলী হোসাইন, মোঃ ওসমান গনি, আব্দুস সামাদ খান, সাহান বিন নিজাম,ইউসুফ বিন হোসাইন খান, জুবায়ের আহমেদ, আল আমিন, মোহাম্মদ মাসউদুল হাছান প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের আজ মানবাধিকার নেই।তেমনি ইউক্রেন, ফিলিস্তিন ও কাশ্মীরসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার ভূলুণ্ঠিত। দুনিয়ার নিপীড়িত ও মানবাধিকার বঞ্চিত মানুষের জন্যই এই দিবসটি ঘোষণা করেছে জাতিসংঘ।এই দিনে ফ্যাসিবাদি সরকার গুলোর ওপর চাপ সৃষ্টি করার জন্য আওয়াজ তুলতে হবে।মানুষের অধিকার ফিরিয়ে আনতে এবং বাংলাদেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করতে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।

এদিকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির উদ্যোগে যুক্তরাজ্য ছাড়াও অস্ট্রেলিয়া, ফ্রান্সের প্যারিস এবং ব্রাসেলস-এ সেমিনার, পথ নাটক এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net