1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. nrghor@gmail.com : Nr Gh : Nr Gh
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুই ছেলের বিরুদ্ধে দুদেকর মামলা প্রসংগে নজিবুল বশর এমপি মুখ খুলতে বাধ্য করবেননা ; খুললে বেকায়দায় পড়বেন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের বৃষ্টিতে কৃষকের স্বস্তি : বোরো ক্ষেতে পানি জমেছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন-জাহাঙ্গীর কবির তাজুল ইসলাম মোল্লার মৃত্যুতে আ’লীগ নেতা ইঞ্জি. শফিকুলের শোক প্রকাশ নকলায় শরবত বিক্রেতাকে ভ্যানগাড়ী উপহার দিলেন ছাত্রলীগ নেতা কনক চৌদ্দগ্রামের শ্রীপুরে যশপুর প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ নকলায় পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে র‌্যালি ও আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে ন্যাচারাল ডাইং প্রশিক্ষণ ও সার্টিফিকেট বিতরণ। মীরসরাইয়ে চালক ও সহকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গুইমারা উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ৭৫ পরিবার পাচ্ছে স্বপ্নের আবাসন ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, রাষ্ট্রীয় দাফন চান না, জেলা প্রশাসকের বরাবরে আবেদন করেছেন।

দুই ছেলের বিরুদ্ধে দুদেকর মামলা প্রসংগে নজিবুল বশর এমপি মুখ খুলতে বাধ্য করবেননা ; খুললে বেকায়দায় পড়বেন

মুজিব উল্ল্যাহ্ তুষার, চট্টগ্রাম ঃ
  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩ বার

হঠাৎ করে সরকারের বিপক্ষে ক্ষেপে গেলেন চট্টগ্রাম ২ আসনের সাংসদ ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। সরকারকে উদ্দেশ্য করে নজিবুল বশর বলেন,আমার মুখ খোলাবেননা। মুখ খুললে অসুবিধা হয়ে যাবে। আমি আপনাদের সাথে আছি। সম্প্রতি তাঁর দুই ছেলেসহ ১৪ জনের বিরুদ্ধে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এর ৩৯ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদক মামলা করার পর এমন মন্তব্য করেন তিনি। বর্তমান সরকারের ১৪ দলীয় জোটের য়রীক দল হিসেবে নৌকার টিকেটে মনোনয়ন নিয়ে ফটিকছড়ি থেকে এমপি নির্বাচিত হন তিনি। হঠাৎ করে সরকারের বিপক্ষে তাঁর এমন বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, আমাকে সাইজ করতে চেষ্টা করলে নিজেরাই সাইজ হয়ে যাবেন।

গত সোমবার ২০ (ফেব্রুয়ারী) রাতে শাহসুফি সৈয়দ শফিউল বশর (ক.) মাইজভান্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদকের করা মামলার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে উল্টো দুদকের বিরুদ্ধে রিট করার ঘোষণা দিলেন দলটির চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
তিনি বলেন, আমি দুদকের বিরুদ্ধে রিট করবো। দুদকের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবো কারণ আমরা পরিস্কার। আমি এবং আমার ছেলের জন্য মাইজভান্ডার দরবার শরীফ কলংঙ্খিত হবে তার চেয়ে মরে যাওয়ায় ভালো। তিনি বলেন দুদক মাইজভান্ডার ও তরিকত বিরোধীদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।

দুদক কর্মকর্তাদের উদ্দেশ্য করে নজিবুল বশর আরও বলেন, ৩৯ কোটি ৪০ লক্ষ টাকা ঋণ নিয়ে টাকা জমা দিয়ে দিলে আর টাকা আত্নসাত থাকে? ওই মামলায় ৬৫ কোটি টাকা যা জমা হয়েছে দুদক তা গোপন করেছে । দুদক নজিবুল বশর মাইজভান্ডারীকে চিনে নাই। এছাড়াও তিনি দুদক কমিশনার মোজাম্মেল হককেও কড়া হুশিয়ারি প্রদান করেন। সরকারের সাথে তাঁর কোন বিরোধ নেই উল্লেখ করে নজিবুল বশর বলেন আমি চৌদ্দ দলীয় জোটে আছি এবং থাকবো। ওরা এখনও নজিবুল বশর কি তা চিনে নাই। আমার জন্য অনেক দেশ কথা বলবে, বিএনপিতে ঘরে ডুকানো সম্ভব নজিবুল বশরকে না!
তিনি আরও বলেন, আমার সিট আমি ঠিক করি। সরকারও জানে। কওমীর সাথে সরকারর গন্ডগোল আমি সরকারকে সহযোগিতা করেছি। আগামী নির্বাচনেও তিনি এ আসন থেকে এমপি নির্বাচিত হবেন বলে জানান। তিনি বলেন আমি ভেসে আসিনাই। মাইজভান্ডারের দিকে যারাই অসৎ উদ্দেশ্য হাত দিয়েছে তাদের হাত পু্ড়ে গেছে।

সরকারকে হুশিয়ারি দিয়ে নজিবুল বশর বলেন, মুখ খুললে অসুবিধা হয়ে যাবে। আমার মুখ খুলবেন না। আমি আপনাদের সাথে আছি।
সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন- সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর ছেলে সৈয়দ মাহতাবুল বশর মাইজভান্ডারী ও সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী।
উল্লেখ্য প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৩৯ কোটি ৪০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী ও তার ভাই সৈয়দ আফতাবুল বশর মাইজভান্ডারীসহ ১৪ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2022 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম