1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কমিটি থেকে বিতর্কিতদের প্রত্যাহারের দাবি কুবি শিক্ষক সমিতির - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুন্সীগঞ্জের মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন এর অর্থের যোগান দাতা জামাতা তারেকের চৌধুরী আওয়ামী লীগ নেতার জামিন চেয়েছেন বিএনপি আইনজীবী শ্রীপুরে ভুল চিকিৎসায় অন্তঃসত্বা নারীর মৃত্যুর অভিযোগ,হাসপাতাল ভাংচুর চৌদ্দগ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এছাক মিয়ার দাফন সম্পন্ন চৌদ্দগ্রামে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত শেরপুর জেলা হাসপাতালে ইনজেকশন দেয়ার পর রোগী অসুস্থ হওয়ার অভিযোগ অবৈধ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ১ কৃষকের মৃত্য চৌদ্দগ্রামে সবজির চড়া মূল্যে সাধারণ মানুষ দিশেহারা ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় জামিন না মঞ্জুর ও রিমান্ড না মঞ্জুর দাদা ভাইয়ের দাদাগীরী কোথায় নেই তিনি! রক্তে লাল তার হাত।

কমিটি থেকে বিতর্কিতদের প্রত্যাহারের দাবি কুবি শিক্ষক সমিতির

কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১২০ বার

কুবি প্রতিনিধি:

১৭ মার্চ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় কমিটিতে বিতর্কিতদের স্থান দেওয়ায় উদ্বেগ জানিয়ে তাদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক সমিতি।

২ মার্চ (শনিবার) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে কমিটি থেকে প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গত ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালন অনুষ্ঠানে শহিদ মিনার, বিশ্ববিদ্যালয় কিংবা আবাসিক হলসমূহে কোনো আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়নি। এমনকি, এ দিনটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ে ইতঃপূর্বে যেখানে বাংলা ভাষা ও সংস্কৃতি ও ভাষা আন্দোলনের সাথে নিবিড়ভাবে জড়িত সম্মানিত ব্যক্তিবর্গকে নানা সময়ে আমন্ত্রণ জানিয়ে আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, নিয়মিত শহিদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেখানে এ ধরনের কর্মকাণ্ডে বর্তমান উপাচার্যের আমলে প্রগতিশীলতার চর্চা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন তাঁরা।

বিজ্ঞপ্তিতেতে আরও বলা হয়, গত ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনের আগেই বিশ্ববিদ্যালয়ের বাহিরের প্রতিষ্ঠানকে ফুল দেওয়ার জন্য নাম ঘোষণা করা ছিল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের অব্যবস্থাপনা। এছাড়া গত ১৯ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির নতুন কমিটি মিষ্টি নিয়ে উপাচার্যের কক্ষে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উপাচার্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর মদদে ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলা করা হয়।

পরবর্তীতে শিক্ষক সমিতি ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনের নামে সদর দক্ষিণ থানায় জিডি করে এবং প্রক্টরের অপসারণের দাবি জানিয়ে প্রশাসন বরাবর লিখিত অভিযোগ প্রদান করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাসমূহের ফলে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, উপাচার্য সন্ত্রাসীদের লালনপালন ও পৃষ্ঠপোষকতা করেন, তিনি অন্যায়ের প্রশ্রয়দাতা এবং একাধারে তিনি বিশ্ববিদ্যালয়ের আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং বারংবার চিরাচরিত রীতি, অনুক্রম ও পরম্পরা লঙ্ঘন করেই চলেছেন।

উল্লেখ্য, আগামী ৩ মার্চের মধ্যে বিতর্কিত তিন ব্যক্তি অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে কেন্দ্রীয় কমিটি থেকে প্রত্যাহার না করলে শিক্ষক সমিতি ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ নিজস্ব ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদার সাথে পালন করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম