1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রবীণ সাংবাদিক জিয়াউল হক আর নেই কৃষি জমির টপসয়েল কাটার দায়ে রামগড়ে চার লক্ষ টাকা জরিমানা বাঁশখালীতে বৃষ্টির জন্য ইসতিকার নামাজ আদায় রামগড়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ রাউজানের দক্ষিণ হিংগলায় হক কমিটির দায়রা শাখার নির্মাণ কাজ শুরু মাগুরায় ভোট গ্রহন কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে জরিপ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় অংশীজনের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা । সংখ্যালঘুর দোহাই দিয়ে বিক্রিত জমি দখলে রাখতে চান তুলসী রানী দাস ঈদগাঁও’র পাঁচ ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৪৬ বার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

কর্ণফুলী নদীর রাউজানের অংশ অবৈধভাবে বালু উত্তোলন করা সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন প্রশাসন। সোমবার বিকাল ৪ টার দিকে বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট এলাকায় ইজারা ব্যাতীত অবৈধভাবে বালু বিপণন করার অপরাধে এই অভিযান পরিচালনা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন কর্ণফুলী নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারী সিন্ডিকেটের অন্যতম সদস্য প্রকাশ শীল।

 

সরেজমিনে দেখা গেছে , কর্ণফুলী নদীর রাউজান অংশের কচুখাইন, নোয়াপাড়া চৌধুরী হাট, ঘাটকুল, উভলং, বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন, লাম্বুরহাট, খেলার ঘাট এলাকার নদীপাড় দখল করে সৃষ্টি করা হয়েছে বিশাল বিশাল বালু মহাল। সেখানে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে স্তূপ করে রাখা হয়েছে। এলাকার প্রভাবশালী বালু খেকোর একটি সিন্ডিকেট ট্রাক ও জিপ গাড়িযোগে রাউজান, হাটহাজারী ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। প্রতিদিন বালু পরিবহন কাজে নিয়োজিত শত শত গাড়ি বেহাল দশা করেছে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের।পাঁচখাইন- লাম্বুরহাট সড়ক, পশ্চিম লাম্বুরহাট সড়ক ও খেলার ঘাট কোয়েপাড়া সড়ক এখন খানাখন্দে ভরা। ঝুঁকিপূর্ণ অবস্থায় এসব সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। কোনো প্রকার ইজারা ছাড়া কর্ণফুলী নদী থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বালু উত্তোলন করে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে ১৫ জন বালু খেকো। সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। স্থানীয়রা জানান, বালু উত্তোলণ সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছেন আওয়ামী লীগ নেতা প্রকাশ শীল, উজ্জ্বল দাশ, শ্যামল দাশ, বাবুল মেম্বার, খালেক মেম্বার, আরিফসহ আরো ১০ জন।সরকারি দলের প্রভাবশালীরা ক্ষমতার দাপটে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বলে অভিযোগ স্থানীয়দের।

উল্লেখ্য, কর্ণফুলী নদীর রাউজান অংশের অবৈধ বালু উত্তোলনকারী সিন্ডিকেটের পক্ষ থেকে ঈদের আগে বিভিন্ন মহলে চাঁদা দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। সে অডিওতে ২৪জন সাংবাদিকের জন্য টাকা দেওয়ার কথা স্বীকার করেন দণ্ডপ্রাপ্ত প্রকাশ শীল। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম বলেন, প্রকৃত সাংবাদিকরা কখনো চাঁদাবাজি করতে পারেনা, যে ২৪জনের কথা অডিওতে উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে আমাদের রাউজান প্রেসক্লাবের কোনো সদস্যের জড়িত নেই।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম বলেন, বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট এলাকায় কর্ণফুলী নদী থেকে ইজারা ব্যাতীত অবৈধভাবে বালু বিপণন করার অপরাধে পরিচালিত মোবাইল কোর্টে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১১ ধারা মোতাবেক প্রকাশ শীলকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপপূর্বক আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ইজারা গ্রহণপূর্বক বালু বিপণনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ইজারা ব্যাতীত বালু বিপণন করলে পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম