1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রবীণ সাংবাদিক জিয়াউল হক আর নেই কৃষি জমির টপসয়েল কাটার দায়ে রামগড়ে চার লক্ষ টাকা জরিমানা বাঁশখালীতে বৃষ্টির জন্য ইসতিকার নামাজ আদায় রামগড়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ রাউজানের দক্ষিণ হিংগলায় হক কমিটির দায়রা শাখার নির্মাণ কাজ শুরু মাগুরায় ভোট গ্রহন কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে জরিপ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় অংশীজনের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা । সংখ্যালঘুর দোহাই দিয়ে বিক্রিত জমি দখলে রাখতে চান তুলসী রানী দাস ঈদগাঁও’র পাঁচ ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৭ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩১ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সকালে পহেলা বৈশাখ উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো পদক্ষিণ শেষে উপজেলা চত্ত¡রে এসে সমাপ্ত হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, চিত্রাঙ্কন, নৃত্য ও রচনা প্রতিযোগিতা সহ ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে বর্ষবরণের সম্মিলিত গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. গোলাম কিবরিয়া টিপু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়ের হোসেন, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক বাবু নান্টু চন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো. আবদুল জলিল রিপন, সাধারণ সম্পাদক আবুল বাশার রানা, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোসতাকিম, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মো: মেহেদী হাসান, মাস্টার কামরুল ইসলাম, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি আবু বকর সুজন, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন, পাঠাগার সম্পাদক কাজী সেলিম, সদস্য মুহা. ফখরুদ্দীন ইমন, ইউসুফ মজুমদার, ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ, শাহজালাল উজ্জ্বল, আবদুর রব লাভলু, মো: ইয়াছিন ভূঁইয়া সহ চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, থানা পুলিশের অফিসারবৃন্দ, ফায়ার সার্ভিস কর্মীবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম