1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বর্জন করলো আলমগীর-মুরাদ-সুদাম প্যানেল । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রবীণ সাংবাদিক জিয়াউল হক আর নেই কৃষি জমির টপসয়েল কাটার দায়ে রামগড়ে চার লক্ষ টাকা জরিমানা বাঁশখালীতে বৃষ্টির জন্য ইসতিকার নামাজ আদায় রামগড়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ রাউজানের দক্ষিণ হিংগলায় হক কমিটির দায়রা শাখার নির্মাণ কাজ শুরু মাগুরায় ভোট গ্রহন কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে জরিপ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় অংশীজনের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা । সংখ্যালঘুর দোহাই দিয়ে বিক্রিত জমি দখলে রাখতে চান তুলসী রানী দাস ঈদগাঁও’র পাঁচ ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বর্জন করলো আলমগীর-মুরাদ-সুদাম প্যানেল ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৪ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বর্জন করলো আলমগীর-মুরাদ-সুদাম প্যানেল। ১৫ এপ্রিল সোমবার রাতে শহরের বঙ্গবন্ধু সড়কস্থ প্যানেলের নিজস্ব কার্লযায়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্যানেলের পক্ষে মো: আহসান হাবীব আলমগীর লিখিত বক্তব্যে বলেন, চেম্বারের দায়িত্বপ্রাপ্ত পরিচালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দায়িত্বপ্রাপ্ত আহবায়ক, নির্বাচন বোর্ড ও ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার স্পষ্টতভাবে পক্ষপাতিত্ব করছেন। সে কারনে সু-স্পস্ট বেশ কয়েকটি কারনে নির্বাচন বর্জন করছি। কারনগুলি উল্লেখ করে মো: আহসান হাবীব আলমগীর বলেন, ইতিমধ্যে নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্তরা আমাদের প্রতিপক্ষদের পক্ষে কাজ করছে। যা সুষ্ঠু নির্বাচনে বাধা। প্রকৃত ভোটারের ছবি যুক্ত ভোটার তালিকা এবং ছবি যুক্ত পরিচয়পত্র সংযুক্তির আবেদন করলেও কাজ হয়নি। ইতিমধ্যে একজন সদস্যের আনীত ২১/২৪ অন্য মামলায় বিজ্ঞ রানীশংকৈল সহকারী জজ আদালতে নির্বাচন স্থগিত হয়। এর পর আমাদের প্যানেলের সকল কার্যক্রম স্থগিত হয়ে যায়। এ অবস্থায় পরে দ্রুত রিভিশন মামলায় বিজ্ঞ জেলা জজ আদালত আগের দেয়া রায় স্থগিত করেন। উল্লিখিত কারনে সব শেষে নির্বাচন বোর্ড এর অনিয়মের কারনে সাধারন ভোটার ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষভের দেখা দেয়।আমরা মনে করি নির্বাচন হলে চরম আইন শৃংখলার অবনতি হতে পারে তাই আমাদের প্যানেল পক্ষপাতিত্ব এ নির্বাচন প্রত্যাখ্যান করছি। সংবাদ সম্মেলনে প্যানেলের মো: মুরাদ হোসেনসহ উল্লিখিত প্যানেলের অন্যান্য প্রার্থি ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম