1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে সরকারি গুদামে ধান বিক্রি -প্রকৃত কৃষকেরা নায্যমূল্যে পাচ্ছে না - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে খালের পাড় দখল করে বসতভিটা, চলাচলে ভোগান্তি ঈদগাঁওয়ে স্কুল ভিত্তিক নতুন বই বিতরণ কার্যক্রম শুরু ঈদগাঁওয়ে ২৭ লিটার চোলাই মদ ও টমটমসহ ব্যবসায়ী গ্রেপ্তার ঈদগাঁওয়ে চিকিৎসা সহায়তা দিলেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন আমার দেশ পত্রিকার নব-যাত্রায় প্রথম প্রতিষ্ঠা-বার্ষিকীতে সুশীল ফোরামের পক্ষ সম্পাদক মাহামুদুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদীর স্মরণে দোয়া মাহফিল রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওয়ে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন খুটাখালী সবুজপাহাড় নুরানী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে সরকারি গুদামে ধান বিক্রি -প্রকৃত কৃষকেরা নায্যমূল্যে পাচ্ছে না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৯৭ বার

শাহাদাত হোসেন,

রাউজান ( চট্টগ্রাম) প্রতিনিধি:

সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে চট্টগ্রামের রাউজানে । অভিযোগ উঠেছে প্রকৃত কৃষক নায্যমূল্যে সরাসরি সরকারি গুদামে ধান বিক্রি করতে পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা প্রান্তিক কৃষকের ধান কমিশন নিয়ে বিক্রি করছে সরকারী গুদামে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে  (৩০মে) বৃহস্পতিবার দুপুরে খাদ্যগুদাম চত্বরে ধান সংগ্রহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে দেখা যায়।  ধান সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মাসুম কবির ও রাউজান উপজেলা খাদ্যগুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা মোরশেদ। এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজীব কুমার সুশীল।ধান বিক্রয় কর্মসূচীর অনুষ্ঠানে গিয়ে দেখা যায়, চার জন কৃষক বস্তাবন্ধি করে নিয়ে এসেছে দশ টন ধান। একজন সরাসরি ধান বিক্রির সুযোগ পেলেও তিনজন মধ্যস্বত্বভোগীর মাধ্যমে ধান বিক্রি করতে হয়েছে। ফলে এই তিন কৃষক কম দামে ধান বিক্রি করেছে রাউজানের একটি ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে। খাদ্য গুদামে ধান বিক্রি করতে আসা নুরু মোহাম্মদ, কাজল রুদ্র পাল ও সুনীল কুলাল বলেন, ধান-চাল ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির মাধ্যমে সরকারী দামের চেয়ে কম দামে ধান বিক্রি করেছি। খাদ্যগুদামে দায়িত্বে থাকা কর্মকর্তারা নিদিষ্ট কিছু লোক ছাড়া ধান ক্রয় করেন না। উপজেলার গশ্চি এলাকা থেকে ধান বিক্রি করতে আসা মোহাম্মদ ফয়সাল বলেন, ৬০ একর জমিতে চাষাবাদ করেছি পূর্বগুজরা ও বাগোয়ান এলাকায়। আমি তিনটন ধান বিক্রি করতে নিয়ে এসেছি খাদ্য গুদামে। এখানে এসে জানলাম মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে বিক্রি করতে হবে। কৃষি কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত থাকায় সরাসরি সরকারি গুদামে বিক্রি করা সম্ভব হয়েছে।উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা যায়, এবার রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় শুস্ক মৌসুমে ৫ হাজার ১০ হেক্টর জমিতে ৭ হাজার প্রান্তিক কৃষক বোরো ধানের চাষাবাদ করেন। ৫ হাজার ১০ হেক্টর জমিতে ২৯ হাজার মেট্রিক টন বোরো ধান উৎপাদন হয়। এবার সরকার কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান কিনবে ৩২ টাকা দরে।রাউজান উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা মোরশেদ বলেন, সরকারের নির্দেশনায় রাউজানের প্রান্তিক কৃষক থেকে ৪৪১টন ধান সংগ্রহ করা হবে। নিয়ম অনুসারে কৃষককে অনলাইনের মাধ্যমে বিক্রির আবেদন করতে হবে। এরপর লটারীর মাধ্যমে কৃষকের নাম প্রকাশ করা হয়। নির্বাচিত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়। দালাল ও মধ্যস্বত্বভোগীর বিষয়টি আমার জানা নেই। আমি তিনদিন আগে কর্মস্থলে নতুন যোগদান করেছি। আমি আসার পূর্বে কোন অনিয়ম হয়েছে কিনা আমার জানা নেই। তবে আমি যতদিন দায়িত্বে থাকব কোন প্রকার অনিয়ম হতে দেব না।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম কবির  বলেন, ১ শত ৯১ জন কৃষক অনলাইনে ধান বিক্রির আবেদন করেছেন। তৎমধ্যে ৮১জন লটারীর মাধ্যমে নির্বাচিত হয়। নির্বাচিত কৃষক হতে ধান সংগ্রহ করা হবে। তিনি সরাসরি খাদ্য গুদামে ধান নিয়ে যাওয়ার পরামর্শ দেন কৃষকদের।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব বলেন, দলের সভাপতি হিসাবে অনেক কৃষক আমাকে অভিযোগ করেছে তারা সরকারের ধান সংগ্রহ কর্মসূচীতে সুযোগ পাচ্ছে না। এখানে মধ্যস্বত্যভোগী বা দালাল ছাড়া ধান বিক্রি সম্ভব হচ্ছে না। অভিযোগের ভিক্তিতে আমি উপজেলা কৃষি অফিসার, খাদ্য অফিসার ও খাদ্য গুদামে কর্মকর্তার সাথে কথা বলি। বাস্তবতা হচ্ছে একজন কৃষক অনলাইনে আবেদন করে ধান বিক্রি করার মত স্মার্ট হননি। তাই আমি কর্মকর্তাদের পরামর্শ দিয়েছি প্রকৃত কার্ডধারি কৃষকদের অগ্রাধিকা দেওয়ার জন্য। তাহলে দালল চক্র থেকে কৃষক রেহাই পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net