ইব্রাহীম খলিল:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভার আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদের দীর্ঘ ছুটির পর স্কুল খোলার
প্রথমদিনে চকোলেট দিয়ে শিক্ষার্থীদের মিষ্টিমুখ করালেন প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজ।
বুধবার (৩ জুলাই) সকালে স্কুল প্রাঙ্গণে এ দৃশ্য দেখা যায়। এতে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উল্লাস পরিলক্ষিত হয়। সন্তোষ্ট প্রকাশ করেছেন অভিভাবকগণ।
শিক্ষার্থীদের স্কুলগামী করতে ও খুশি করতেই এ অনুপ্রেরণা বলে জানিয়েছেন এ প্রধান শিক্ষক। এসময় বিদ্যালয়ের শিক্ষকগণ সারিবদ্ধ ভাবে শিক্ষার্থীদের মাঝে চকোলেট বিতরণ করেন।