1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহিদ হয়েছিল , জামাত সেই দিন, তারা "গণকবর" দিয়েছিল - সভাপতি, জাহিদুল হক জাহেদ  (পিপিপি) - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ব্রাক স্বাস্থ্যসেবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা পুলিশ ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রমোশন পরিক্ষা অনুষ্ঠিত সংস্কার ও নির্বাচন দুটিই হউক –নির্বাচনটা ঠিক কখন হবে রোডম্যাপ দিলেই দেশের মানুষ কেবল আশ্বস্ত হবে ……………ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল নবীগঞ্জের ইনাতগঞ্জে পলাতক আসামী গ্রেফতার আন্তর্জাতিক শ্রমিক দিবস : ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসামে মাদ্রাসা ছাত্রী সামিয়াকে হত‍্যা করা হয়েছে: সংবাদ সম্মেলনে দাবী পরিবারের শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে বসতভিটা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে ৩৪ জনকে নোটিশ ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ঠাকুরগাঁওয়ে দলের পাশাপাশি ভোটের মাঠও গোছাচ্ছে বিএনপি-জামায়াত

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহিদ হয়েছিল , জামাত সেই দিন, তারা “গণকবর” দিয়েছিল —- সভাপতি, জাহিদুল হক জাহেদ  (পিপিপি)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার

আল হাসান মোবারক

শ্যামল বাংলা (বিশেষ প্রতিনিধিঃ)

৩৮- তম সাংস্কৃতিক বিপ্লব সূচনা দিবস উপলক্ষে- পাকমন পিপলস পার্টির (পিপিপি) জাতীয় প্রেস ক্লাবে সামনে  সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ  সভাপতির বক্তব্যে জাহিদুল হক (জাহেদ) বলেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহিদ হয়েছিল , জামাত সেই দিন তারা গণকবর দিয়েছিল।  ” গণকবর” দিয়েছিল।

গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ ইং মঙ্গলবার
বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে তোপখানা রোডে, পাকমন পিপলস পার্টির (পিপিপি) ৩৮- তম সাংস্কৃতিক বিপ্লবের সূচনা দিবস ২০২৪ইং উপলক্ষে, রাষ্ট্র সংস্কারে, সাংস্কৃতিক বিপ্লব অপরিহার্য ‘সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে- ভাষা শিক্ষা, ধর্ম ও সভ্যতার অামূল সংস্কারের দাবিতে পাকমন পিপলস পার্টির (পিপিপি)  সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সভায় সভাপতিত্বে করেন পিপিপি’র সভাপতি জাহিদুল হক (জাহেদ)

সভপতিত্বের বক্তব্যে জােহেদুল জাহিদ বলেন এই দেশ স্বাধীনতার  ৫৪ বছর যাবত বার বার গণতন্ত্র জন্য স্বাধীনতার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, বার বার  গণঅভ্যুত্থান ঘটিয়েছে। ১৯৯০ সালে ১৯৬৯ সালের সেই গণ-অভ্যুত্থান আমি নিজে অংশগ্রহণ করে ছিলাম।  ১৯৬৯ সালে ততকালীন পূর্ব পাকিস্তানে আইয়ুব বিরোধী গণ-অভ্যুত্থানের  আন্দোলনে  হয়েছিল। এবং বার্তমান যে  জামাত দলটি রয়েছে এটা তাদের প্রধান কৌশলি শক্তি ছিল। ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধ হলো সেই মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ লোক শহিদ হয়ে গেল , এই সেই জামাত তারা সেই দিন গণকবর”দিয়েছিল।  ” গণকবর” দিয়েছিল। ২০০৬ সালে গণ-অভ্যুত্থান বিএনপি সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল।  ২০২৪ইং  সালে আবার একটি গণঅভ্যুত্থান হলো কিন্তু আমাদের উপলব্ধি আসে নাই, আত্ম লব্ধি আসে নাই স্বাধীনতা আসে নাই গণতন্ত্র আসে নাই।
এসময় প্রচন্ডে গরমে সভাপতি জাহিদুল হক (জাহেদ) অসুস্থ্য হয়ে পরেন কিছুক্ষণ সভা বন্ধ থাকার পর তিনি সমাবেশ মুলতবি করেন।
সমাবেশ সঞ্চালনায় ছিলেন দলের যুগ্ম-মহাসচিব মোঃ আব্দুর রহমান।
সভায় আরোও বক্তব্য রাখেন: দলের মহাসচিব খন্দকার আশরাফ ছিদ্দিকী, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ উমর ফারুক রবিন,  দলের সহ-সভা নেত্রী ডঃ ফাহিমা সুলতানা,  নূরুল আমিন ,

আরও উপস্থিত ছিলেন  দলের ঢাকা দক্ষিণের সভাপতি মোঃ রানা ইসলাম, ঢাকা উত্তরের সভাপতি এম হাসান মুকুল, পাকমন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সেলিনা ইসলাম, পাকমন পিপলস্ পার্টিও সাংগঠনিক সম্পাদক মীর মোঃ আনোয়ারুল ইসলাম, ঢাকা দক্ষিনের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ঢাকা মহানগণের সভাপতি মোঃ আবুল হোসেন, পাকমন শ্রমিক দলের সভাপতি মোঃ ফেরদৌস খান, পাকমন শ্রমিক দলের সহ সভাপতি মোঃ সাকিব খান, পাকমন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রনি ইসলাম, পাকমন মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, চলমান ছাত্র জনতা আন্দোলনের বিশেষ নেত্রী ফারজানা আলম নীলিমা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net