1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুর্গোৎসবের প্রতিমা তৈরিতে ব্যস্ত  মৃৎশিল্পীরা রাউজানে ২৩২টি পূজামণ্ডপে হবে দুর্গোৎসব - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাঁশখালীতে রাতের আঁধারে জোরপূর্বক বসতভিটা দখলের অভিযোগ ঈদগাঁওয়ে বন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবিদ্বারে মোহনপুর উচ্চ বিদ্যালয় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় তীব্র শীতে কাঁপছে মানুষ! ভীড় বাড়ছে পুরাতন গরম কাপড়ের দোকানে ফুলছড়িতে বন্যহাতি রক্ষাকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত  উত্তরায় ২০০ ছিন্নমূল মানুষকে কম্বল দিল পথশিশু ফাউন্ডেশন ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিতে প্রবেশদ্বারে আন্ডারপাস নির্মাণের দাবীতে ছাত্র জনতার বিশাল মানববন্ধন আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

দুর্গোৎসবের প্রতিমা তৈরিতে ব্যস্ত  মৃৎশিল্পীরা রাউজানে ২৩২টি পূজামণ্ডপে হবে দুর্গোৎসব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২০৭ বার

শাহাদাত হোসেন সাজ্জাদ, রাউজান (চট্টগ্রাম)  প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রধান আকর্ষণ প্রতীমা তৈরির কাজে এখন ব্যস্ত সময় পার করছে চট্টগ্রামের রাউজানের প্রতীমা শিল্পীরা। নির্ধারিত সময়ে পূজার্থীদের প্রতিমা বুঝিয়ে দিতে কারখানার কারিগররা এখন দম ফেলার ফুরসত পাচ্ছে না।কাঠ,খড়,মাটি আর সূতা দিয়ে নিপুন হাতে তৈরি করছেন দূর্গা,সরস্বতী, কার্তিক, গনেশ, লক্ষ্মী সহ নানা প্রতিমা।পূজার দিন যতই ঘনিয়ে আসছে শিল্পীদের কর্ম ব্যস্ততা ততই বাড়ছে। রাত দিন চলছে প্রতিমা তৈরির কাজ। এখন কাঠ,খড়,মাটি আর সূতা দিয়ে প্রতিমা তৈরি কাজ শেষ সম্পন্ন হলেও চলছে রং তুলির কাজ।সরেজমিন ঘুরে দেখা যায়,শারদীয় দুর্গোৎসব পালনের জন্য প্রতিমা তৈরীর কাজ করা হচ্ছে রাউজান উপজেলার কুন্ডেশ্বরী, সত্যের দোকান,রাউজান ফকির হাট কালী বাড়ী, সুলতানপুর আচার্য পাড়ায় ,সুলতানপুর বুড়া ঠাকুর আশ্রম, বাইন্যা পুকুর পাড়,পাহাড়তলী ঊনসত্তর পাড়া,নোয়াপাড়া পথের হাটসহ বিভিন্ন এলাকায়।রাউজান ফকির হাট কালী বাড়ীর প্রতিমা তৈরীর মৃৎশিল্পী নান্টু পাল বলেন,শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছরের মত এবারও ২০টি প্রতিমা তৈরির কাজের অর্ডার নিয়েছি।প্রতিটি প্রতিমা তৈরির অর্ডার নিয়েছি ৩০- ৫০ হাজার টাকা করে।সময়মত প্রতিমা ডেলিভারি দিতে ৬ জন কর্মচারী রেখেছি।ইতোমধ্যে বাঁশ,কাঠ আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে।এখন তৈরি করা প্রতিমা রোদে শুকিয়ে হাতের তুলিতে প্রতিমার গায়ে নানা রং অলপনা তুলছে। রং-তুলির আঁচড়ে দুর্গাকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলছেন প্রতিমা তৈরির মৃৎশিল্পীরা।রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের আচার্য্য পাড়া এলাকার প্রতিমা তৈরীর মৃৎ শিল্পী প্রশান্ত আচার্য্য বলেন, প্রতি বছর দূর্গা প্রতিমা তৈরী করেন ২০ থেকে ২২টি। এ বছর অর্ডান নিয়েছেন ২০টি প্রতিমার। তৎমধ্যে নিজের কারখানায় তৈরী করছেন ১৯টি প্রতিমা। বাকি প্রতিমা গুলো স্ব স্ব পূজা মন্ডপে তাদের দেয়া ডিজাইন নক্সা অনুযায়ী। পৌরসভার ৮নং ওয়ার্ডের এলাকার ঢেউয়াপাড়া অপরাজিতা সেবাশ্রমে অবস্থিত প্রতিমা তৈরীর কারখানায় এ বছর প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পাড় করছেন রূপন চক্রবর্তী নামে প্রবীণ এক মৃৎ শিল্পী। তিনি জানান, ১২জন কর্মচারী নিয়ে এ বছর ১১টি প্রতিমা তৈরী করছেন। নোয়াপাড়া পথের হাটে পল্লী মঙ্গল সমিতির সাথে অবস্থিত মৃৎশিল্পী অনিল পাল জানান, এবার আসন্ন শারদীয় দুর্গাপূজার জন্য বিভিন্ন সাইজ ও ডিজাইনের ৪০টি প্রতীমা তৈরির অর্ডার নিয়েছেন। ডিজাইন ভেদে এসব অর্ডার নেয়া হয়েছে ৩০ থেকে ৬০ হাজার টাকায়। একাজ করে কারিগরদের বেতন দিয়ে তেমন কিছু থাকবে না। এই কাজের জন্য ১০ জন কর্মচারি রাখা হয়েছে। দীর্ঘ ৪০ বছর ধরে এ কাজ করে সংসার চালাচ্ছি। সারা বছর নানা দেব দেবির প্রতিমা তৈরি করে থাকি বিক্রির জন্য। এবার রাউজানে ২৩২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।   রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ বলেন, দুর্গাপুজার সময়ে সরকার থেকে পুজামন্ডপের জন্য চাউল বরাদ্দ দেওয়া হয়। এবার এপর্যন্ত  রাউজান পৌর এলাকা ও ১৪টি ইউনিয়নে ২শত ২৮টি পুজা মন্ডপের তালিকা পাওয়া গেছে । তালিকার পরিমান আরো বাড়তে পারে। পুজা মন্ডপের তালিকা চুড়ান্ড করে উধত্বন কতৃপক্ষের কাছে পাঠানোর পর পুজা মন্ডপের জন্য বরাদ্দ দেবে সরকার।রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজার উৎসবে এবার প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের কঠোর নিরাপত্তা থাকবে। ইতিমধ্যে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব।১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net