1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এনসিপি ছাড়াই জুলাই সনদ স্বাক্ষর জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত না হলে সই করবে না এনসিপি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ চাকসুতেও ভিপি-জিএসসহ ২৪টি পদে ছাত্র শিবিরের জয়, এজিএস ছাত্রদলের দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার : মির্জা ফখরুল দূর্নীতির বরপুত্র এনবিআর কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ওএসডি এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ৫ বছরে সব সূচকে ন্যাশনাল লাইফের ঈর্ষণীয় সাফল্য কোনো ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ : তারেক রহমান

আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বহুমুখী

উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা শিক্ষক, মাওলানা ছৈয়দ আহমদ’র (৮০) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শনিবার (২৩ নভেম্বর)  সকাল ১০ টার দিকে চট্টগ্রামে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আলহাজ্ব মাওলানা ছৈয়দ আহমদ উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মরহুম মনছুর আলীর একমাত্র পুত্র ও শাহসুফী পেঠান আলী প্রকাশ পেঠান ফকিরের আপন ভাইপো এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ রেজাউল করিম মনছুরের গর্বিত পিতা।

পাশ্ববর্তী ঈদগাঁও উপজেলার বৃহত্তর ইসলামপুর-পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আকতার আহমদ সুবেদারের জামাতা মাওলানা ছৈয়দ আহমদ মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

তিনি খুটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক, দীর্ঘ ৪ দশক ধরে তিনি শিক্ষকতার পাশাপাশি, নিকাহ কাজী, ওয়াজ মাহফিলসহ নানা ধর্মীয় ও সামাজিক কাজে জড়িত ছিলেন। তাঁর নামে প্রতিষ্ঠা করা হয়েছে মাওলানা ছৈয়দ আহমদ ফাউন্ডেশন।

জানাযা পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,

মাওলানা ছৈয়দ আহমদ আলোকিত মানুষদের একজন। তিনি ছিলেন একাধারে একজন বিজ্ঞ  আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও একনিষ্ঠ সমাজহিতৈষী ।

ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাকেন্দ্র খুটাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দীর্ঘসময়ের সিনিয়র শিক্ষক হিসেবে  শিক্ষা বিস্তারে তাঁর অবদান অবিস্মরণীয়। একজন আদর্শ শিক্ষক, প্রাজ্ঞ আলেমেদ্বীন ও বিজ্ঞ আলোচক হিসেবে তিনি অত্যন্ত মার্জিত ভাষায় কথা বলতেন। জ্ঞান-প্রজ্ঞার দীপ্তি ছড়িয়ে তৃপ্ত করতেন শিক্ষার্থীদের।

সামাজিক শিষ্টাচারিতার দিক থেকেও তিনি ছিলেন মার্জিতভাষী, অতিথিপরায়ণ, বন্ধুবৎসল ও জনবান্ধব একজন সমাজসচেতন আলেমেদ্বীন।

সদা প্রাণবন্ত,কর্মোদ্যমী, বিনয়ী ও ইতিবাচকধারার এমন গুণাবলিতে বিভূষিত একজন মাওলানা ছৈয়দ আহমদ বর্তমান সমাজে বিরল।

মরহুমের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এসএম মনজুর, অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজা, ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেন, বাল্যবন্ধু মাওলানা শাহ আলম, মরহুমের মেঝ জামাতা মোঃ শাহনেওয়াজ, খুটাখালী হাইস্কুলের প্রধান শিক্ষক জিয়াউল আলম ও মরহুমের বড় পুত্র ডাঃ রেজাউল করিম মনছুর।

শনিবার দুপুর দেড়টায় চট্টগ্রাম মহসিন কলেজ মাঠে তার প্রথম জানাযা ও রাত ৮ টায় খুটাখালী হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাযা শেষে খুটাখালী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় ইমামমতি করেন মরহুমের পুত্র শহিদুল করিম।

২৩/১১/২০২৪ খ্রি.

সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net