1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে যুবলীগ নেতা শিপনের নেতৃত্বে মুসল্লীদের উপর হামলা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানের দক্ষিণ হিংগলায় মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত রাউজান ইউএনও ছাত্র-জনতা আন্দোলনে আ. লীগের পক্ষে কাজ করেছে ঃ প্রাক্তন ছাত্র পরিষদ শ্রীপুরে লেপতোশক-ভাঙারির দোকানে আগুন!দোকান পুড়ে ছাই বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ৯ জন  নিহত ঘটনায়  নবীগঞ্জের সাইফুল-আলমগীরকে  আসামী হিসেবে অন্তর্ভুক্ত করতে আবেদন প্রতি মাসেই সিসির পরিদর্শন অব্যাহত থাকবে- মাসিক সমন্বয় সভায় স্বাস্থ্য কর্মকর্তা ঠাকুরগাঁওয়ে সীমান্তে সন্দেহভাজন ভারতীয় নাগরিক আটক মানুষের তৈরি মতবাদে প্রকৃত স্বাধীনতা অর্জিত হতে পারে না : অধ্যাপক মুজিবুর রহমান ঠাকুরগাঁওয়ে সময়ের পূর্বেই স্কুল ছুটি ৫ শিক্ষককে কারন দর্শানো নোটিশ ! ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পানিতে ডুবে ( ৭)শিশুর মৃত্যু ! বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, ঢাকা জেলার নতুন কমিটি গঠন: সভাপতি হারুন ও সেক্রেটারি আমিনুল

চৌদ্দগ্রামে যুবলীগ নেতা শিপনের নেতৃত্বে মুসল্লীদের উপর হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৭ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান শিপনের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার বা’দ জুমআ উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া জামে মসজিদ প্রাঙ্গণে ন্যাক্কাজনক হামলার এ ঘটনা ঘটে। এতে স্থানীয় মুসল্লী মাস্টার সারোয়ার ভূঁইয়া, মাওলানা বদিউল আলম, হেলাল ভূঁইয়া, কালাম ভূঁইয়া, প্রবাসী আরিফ সহ প্রায় ১০ জন মুসল্লী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ ঘটনা জানাজানি হওয়ায় ধর্মপ্রাণ মুসল্লী সহ এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। প্রধান হামলাকারী যুবলীগ নেতা জিয়াউর রহমান শিপন সহ ন্যাক্কারজনক এ হামলার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, নেতড়া জামে মসজিদটি দীর্ঘদিন যাবৎ মসজিদ মোতোয়াল্লী সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পরিচালিত হয়ে আসছিলো। ২০১৮ সাল থেকে নেতড়া গ্রামের মাস্টার সৈয়দ আহম্মেদের ছেলে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান শিপন তার কতিপয় অনুসারীকে নিয়ে স্থানীয়দের কথা অমান্য করে জোরপূর্বক মসজিদ পরিচালনা করে আসছে। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে স্থানীয় মুসল্লীদের ঝামেলা বাঁধে। বিষয়গুলো নিয়ে একাধিকবার শিপনের সাথে মুসল্লীদের বাকবিতন্ডা হয়। সর্বশেষ গত ৫ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর যুবলীগ নেতা শিপন এলাকা থেকে পালিয়ে গিয়ে কিছুদিন ঘা ঢাকা দেয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সে আবার এলাকায় আসে। গত শুক্রবার (১৫ নভেম্বর) যুবলীগ নেতা শিপন জুমআর নামায পড়তে মসজিদে আসেন। নামাযের পর স্থানীয় বয়োজৈষ্ঠ্য মুসল্লী মেজবাহ উদ্দীন নয়ন, খোরশেদ আলম ভূঁইয়া, মাস্টার সারোয়ার ভূঁইয়া সহ যুবসমাজের লোকজন যুবলীগ নেতা শিপনের কাছে মসজিদের যাবতীয় আয়-ব্যায়ের হিসাব চায়। এতে শিপন ক্ষিপ্ত হয়ে তার সহযোগী নান্টু (৩৫) প্রকাশ টাক্কা নান্টু, সোহাগ (৩৭) প্রকাশ মেডাই সোহাগ, মাহফুজ (৩০), ভুট্টু (৩০), সুমন (৩৫), রাব্বি (৩৭), কবির প্রকাশ বিকাশ কবির (৩৫), শাকিল (২৫), নিহাল (৩০) সহ কতিপয় অনুসারীকে নিয়ে মুসল্লীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় কয়েকজন মুসল্লী আহত হয়। পরে স্থানীয়দের তোপের মুখে পড়ে যুবলীগ নেতা শিপন ও তার অনুসারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লীদের উপর হামলাকারী শিপন সহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবলীগ নেতা জিয়াউর রহমান শিপন এর ব্যক্তিগত মোবাইল নম্বর (০১৮১৭-৫২৭১৮৩) এ একাধিকবার কল দিলে তিনি ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম