1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে নিখোঁজের পরদিন পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার  অভিযোগে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সহ বরখাস্ত ২ মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে নিখোঁজের পরদিন পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের পরদিন বাড়ীর পাশের পুকুর থেকে আকলিমা আক্তার (৯) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের মাজার গেইট সংলগ্ন এলাকায়। নিহত আকলিমা চট্টগ্রামের খাগড়াছড়ি এলাকার আব্দুল মান্নানের মেয়ে।

সে গত কয়েকদিন আগে তার সৎ মায়ের বাবার বাড়িতে স্বপরিবারে বেড়াতে এসেছিলো বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে নিহতের লাশ হেফাজতে নেয়। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

স্থানীয় ও চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, কয়েকদিন পূর্বে নিহত শিশু আকলিমা তার বাবার সাথে সৎ মায়ের বাবার বাড়ি উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর গ্রামের মাজার গেইট সংলগ্ন এলাকায় বেড়াতে আসে। রোববার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে সে নানার বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পরে দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পুকুর পাড়ে তার শুকনো কাপড়চোপড় দেখতে পেয়ে সন্দেহজনকভাবে তাকে পুকুরের পানিতেও দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করা হয়। পরে সোমবার (১১ নভেম্বর) দুপুরে বাড়ীর পাশের ওই পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল ও আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান বলেন, ‘পুকুর থেকে শিশুর লাশ উদ্ধারের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। স্বাভাবিকভাবে এটিকে পানিতে ডুবে মৃত্যু বলেই মনে করা হচ্ছে। পরিবারের অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net