1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধৈর্যের সাথে উদ্দেশ্য ঠিক করতে পারলেই একজন সফল উদ্যোগক্তা হওয়া সম্ভব-ব্যারিস্টার সজিব - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি এসটিভি অনলাইন টুয়ান্টিফোর ডটকম-এর নির্বাহী সম্পাদক হলেন গৌছুজ্জামান চৌধুরী অসহায় রাজিয়া বেগমকে চায়ের দোকান উপহার দিলো ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

ধৈর্যের সাথে উদ্দেশ্য ঠিক করতে পারলেই একজন সফল উদ্যোগক্তা হওয়া সম্ভব-ব্যারিস্টার সজিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

১৮ডিসেম্বর রোজ বুধবার গাজীপুরের শ্রীপুরে উদ্যোগক্তা পরিবারে আয়োজনে তিনদিনব্যাপী বিজয় মেলার ক্রেস্ট প্রদান অনুষ্ঠান উপজেলা পরিষদ মুক্তমন্ঞে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উদ্যোগক্তা পরিবারের প্রতিষ্ঠাতা ফয়সাল আহমাদের সভাপতিত্বে হাসান হাবীবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ বলেন,নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে কার না ভালো লাগে! বর্তমান সময়ের সবচেয়ে চাহিদার কিংবা আকর্ষণের একটি কাজ হচ্ছে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা। ব্যবসা কিংবা চাকরি যেকোনো জায়গাতেই মানুষ চায় নিজেকে কিছুটা আলাদাভাবে উপস্থাপন করতে। তাই তো বর্তমান সময়ের তরুণ তরুণীদের আকর্ষণের একটি জায়গা হচ্ছে নিজেকে উদ্যোক্তার আসনে দেখা।শ্রীপুরে উদ্যোক্তা পরিবার মহান বিজয় দিবসে মেলা এবং প্রত্যেক স্টল মালিকদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাদের কর্মের দৃষ্টান্ত দেখালেন।

তিনি বলেন,আপনারা উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার গড়ার চিন্তা করে থাকেন তবে আপনাদের লক্ষ স্হির করতে হবে।প্রচারের মাধ্যমে একটি নেওয়ার্ক তৈরি করতে হবে।থাকতে হবে আত্নবিশ্বাস ও কঠোর পরিশ্রম।ধৈর্যের সাথে উদ্দেশ্য ঠিক করতে পারলেই একজন সফল উদ্যোগক্তা হওয়া সম্ভব।একজন উদ্যোগতার সবশেষ যা লাগে তা হচ্ছে মুলধন।শ্রীপুর উদ্যোগক্তা পরিবারের সকল দাবী গুলো উপজেলা প্রশাসনের পক্ষ হতে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেন প্রধান অতিথি।

বিশেষ অথিতির বক্তব্যে শ্রীপুর উপজেলা আমীর মাওঃনুরুল ইসলাম বলেন,স্বপ্ন দেখুন আকাশ ছোয়া,তবে বাস্তবায়ন হবে অনেকাংশই।

তিনি বলেন,উদ্যোক্তা হওয়ার মতো সাহস দেখাতে পারে খুব কম মানুষ। ঝুঁকি থাকবেই, তবে মনকে সেভাবেই গড়তে হবে। নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখতে হলে প্রথমেই প্রয়োজন মনের মাঝে সৃজনশীলতা, নেতৃত্বের ক্ষমতা এবং আকাঙ্ক্ষা গড়ে তোলা।

বিশেষ অতিথির বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী বলেন,উদ্যোক্তা হওয়ার বাসনা মনের গভীরে অনেকেই লালন করেন। তবে লালিত স্বপ্নকে পেছনে ঠেলতে নানা অজুহাত নিজের মনেই তৈরি করে মানুষ। টাকা নেই, আমাকে দ্বারা ব্যবসা হবে না, বিশ্বস্ত মানুষ পাব কই, পরিবারে ব্যবসা করেনি কেউ, আমি কি পারব? আমার জিনিস কিনবে কে—এসব সাত পাঁচ ভেবে অনেকেই এক ধাপ এগিয়ে তিন ধাপ পিছিয়ে যান।

ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পৌর জামায়াতের আমীর ডাঃআনিছুর রহমান,পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও মুনসুর আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দরা মেলায় স্টল নেয়া ৪০জন ক্ষুদ্র উদ্যোগক্তা এবং আয়োজক উদ্যোগক্তাদেরকে ক্রেস্ট প্রদান করে উৎসাহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net