 
																
								
                                    
									
                                 
							
							 
                    মোঃ সাইফুল্লাহ ;
মাগুরায় জামায়াতে ইসলামীর শালিখার শতখালী ইউনিয়ান উদ্যোগ রবিবার বিকালে সীমাখালি ঈদগাহ ময়দানে বাংলাদেশ বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাওলানা হুমায়ুন কবিরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য সাবেক ছাত্রনেতা মাগুরা জেলার আমির অধ্যাপক এমবি বাকের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, উপজেলা আমির অধ্যাপক আফসার উদ্দিন।
উপস্থিত ছিলেন মোহাম্মদ লিয়াকত আলী সিকদার ,মোহাম্মদ আলমগীর হোসেন,মোহাম্মদ ফরিদ হোসেনসহ অন্যরা। সম্মেলনে ইউনিয়নের সর্বস্তরের জনশক্তিসহ জেলা- উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
মোঃ সাইফুল্লাহ,মাগুরা।
তাং ২৩/১২/২০২৪ইং