1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ইউএনওর নির্দেশে হাটে অতিরিক্ত টোল আদায় - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মহান বিজয় দিবস আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচ ড্যাব)এর শ্রদ্ধা নিবেদন চৌদ্দগ্রামে বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম এর কমিটি গঠন শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণে নবীনগরে আলোচনা সভা ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড করবেন আশিক চৌধুরী ওসমান হাদীর উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে চৌদ্দগ্রামে এনসিপি’র মানববন্ধন চৌদ্দগ্রামের বাতিসায় বিএনপি’র ওয়ার্ড সেক্রেটারি সহ বহু নেতাকর্মীর জামায়াতে যোগদান হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঠাকুরগাঁওয়ে ইউএনওর নির্দেশে হাটে অতিরিক্ত টোল আদায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৪০ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার সব চেয়ে বড় পশুর হাট নেকমরদ। ইউএনওর নির্দেশে মেলার নামে চলছে অতিরিক্ত টোল আদায়। সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া যায়। গত ৩ সপ্তাহ ধরে নেকমরদ ওরস মেলা নামে একটি মেলার আয়োজন করেছে স্থানীয়রা সে মেলার সভাপতি ইউএনও নিজেই।

তিনি সে মেলায় সার্কাস যাত্রাপালা সহ বিভিন্ন প্রকার বিনোদনের ব্যবস্থা করেছেন পাশাপাশি পশুর হাটে ২৩০ টাকার পরিবর্তে টোল আদায় করছেন ৬০০ টাকা এতে গরু ব্যবসায়ী সহ সাধারণ ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছে।  এ ব্যাপারে অনেকেই অভিযোগ করে দুঃখ প্রকাশ করেছেন। জানা গেছে, হাটে গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল নেওয়ার সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার গরু প্রতি ৬০০ টাকা ও ছাগল প্রতি ২০০ টাকা টোল আদায় করছে। হাটে  যশোহর ও বগুড়া থেকে আসা দুুজন গরু ব্যবসায়ী সোহেল ও আঃ মজিদ অভিযোগ করে বলেন, সরকারি নিয়ম ভঙ্গকরে হাট কমিটির লোকজন প্রশাসনের দাপট দেখিয়ে এভাবে আমাদের কাছ থেকে বেশি টাকা নেওয়ায় আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। আজকে আমারা দুুজনে ১৪টি গরু ক্রয় করেছি সরকারি নিয়ম অনুযায়ী প্রতি গরুর লেখায় ২৩০ টাকা কিন্তু আমাদের কাছে নিয়েছে ৬০০ টা এতে ৩৭০ টাকা করে ৪৮১০ টাকা বেশি নেওয়ায় আমারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি । এভাবে ক্ষতি মেনে নেয়া যায় না, তাই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

গরুর লেখায় বাবদ বেশি টাকা গরুর রশিদ লেখক সুন্দর পুর গ্রামের সুরেন চন্দ্র রায়কে বেশি টোল আদায়ে ব্যাপারে জানতে চাওয়া হলে, তিনি বলেন, নেকমরদ ওরশ মেলা কমিটির সভাপতি ও সম্পাদকের নির্দেশে ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে।

হাটে আসা অনেকেই বলেন, কোনভাবেই সরকারি নিয়ম পালন করছেন না হাট ইজারাদার সহ সংশ্লিষ্টরা।

এ দিকে সংশ্লিষ্ট এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, মেলার নামে এখানে এসব চলছে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে হাটে আসা বিভিন্ন ক্রেতা ও বিক্রেতারা।  এ ব্যাপারে কাতিহার হাট ইজারাদার গোলাম সারোয়র হোসেন লিয়ন বলেন, ইউএনও স্যার মেলা কমিটির সভাপতি নিজ ইচ্ছা মতো টোল আদায় করছে। এদিকে আমাদেরকে ২৫০ টাকার বেশি নিতে দিচ্ছে না। অথচ নেকমরদ হাটে সরকারি নিয়ম অনুযায়ী ২৩০ টাকা নিয়ম থাকলেও তা অপেক্ষা করে গরু প্রতি নেওয়া হচ্ছে ৬০০ টাকা, ছাগল ১৬০ টাকা। তাহলে আইন কি দুটো একই উপজেলার দুটি নিয়ম কেন। রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা কমিটির সভাপতি রকিবুল হাসান জানান, আমরা মেলার ৫টি হাটে ছাগল ২০০ টাকা ও গরু ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, বিষয়টির সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net