1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে বৃষ্টির আভাস, দিনের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যতিক্রমী আয়োজন  শিক্ষাবৃত্তি, মেধাবী শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা  আড়াই দশক ধরে অন্যের স্ত্রীকে নিয়ে সংসার করছেন লিটন, প্রবাসীর স্ত্রীর দিকেই নজর লিটনের মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের হামলায় যুবক আহত রুহুল আমিন গাজীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: আলোচনা সভায় বক্তারা যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ তুহিন চলে গেলো না ফেরার দেশে.. মহেশখালীতে ডাকাতি, মাছসহ ১০লাখ টাকার মালামাল লুট মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত  রাতভর বৃষ্টি, ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১১৩ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় একটি হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ, ১ লাখ টাকা টরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। সম্প্রতি গতকাল বুধবার ঠাকুরগাঁও সিনিয়র দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো: আবুল মনসুর মিঞা এ রায় প্রদান করেন। এ সময় ৪ জনের মধ্যে একজন আসামী উপস্থিত থাকলেও বাকিরা পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১০ জুলাই ভিকটিম (বাদল ওরফে বদরুল-৩৪) কে জমিজমা সংক্রান্ত জেরে বাড়ির পার্শ্ববর্তী আখ খেতে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই মো: বাবুল হোসেন এবং বাদলের স্ত্রী শ্যামলী সহ থানায় হাজির হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় তাদের আপন চাচাতো ভাই নবাব, রব্বানী, দুলাল ত্রয়, লিটন ও মাহাবুব গনদের নাম উল্লেখ করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৩ সালের ২৪ অক্টোবর পুলিশ রিপোর্ট প্রদান করেন। পরবর্তিতে ২০১৪ সালের ৫ মার্চ এজাহারকারীর দাখিলী নারাজির আবেদন মঞ্জুর হলে অধিকতর তদন্তের জন্য সি.আই.ডি-কে তদন্তপুর্বক চার্জশীট প্রদানের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে সি.আই.ডি-র পুলিশ পরিদর্শক মো: মাসুদ রানা সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করে রেকর্ড করেন এবং প্রকাশ্যে ও গোপনে তদন্ত করে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর আদালতে সম্পুরক অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০১৫ সালের ১৬ আগষ্ট মামলাটি ঠাকুরগাঁও দায়রা জজ আদালতে মামলা নম্বর- ১৫৫/২০১৫ হিসেবে নিবন্ধিত হয়।
অবশেষে দীর্ঘ সময় বিচারান্তে পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের মো: কাশমত আলীর ছেলে মো: আফসার আলী (পলাতক), আনছারুল ইসলামের ছেলে মো: মিজানুর রহমান ওরফে মিজান, মো: শহর আলীর ছেলে সুমন (পলাতক), একই উপজেলার মধ্যবনগাঁও গ্রামের মো: বাবুল হোসেনের ছেলে সাগর (পলাতক) এর বিরুদ্ধে ১৮৬০ সালের দন্ডবিধির ৩০২/৩৪ ধারার অপরাধ রাষ্ট্রপক্ষ যুক্তিসঙ্গত সন্দেহাতীতভাবে প্রমাণিত করায় তাদের প্রত্যেককে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয়। এছাড়া আসামীদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বিজ্ঞ পি.পি এ্যাড. মো: আব্দুল হালিম ও আসামীপক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. মো: জিল্লুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net