মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে আশেকানে মাইজভান্ডারীগনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) উপজেলার মাছিমপুর বাজারস্থ প্রিয়তমা রেস্টুরেন্টে মাইজভান্ডারী যুব কাফেলার আয়োজনে এবং মাইজভাণ্ডারী যুব কাফেলার সভাপতি ইতালি প্রবাসী জাহিদ হাসান প্রলয় ও সাধারণ সম্পাদক সৌদি আরব প্রবাসী জুয়েল সিকদারের ব্যবস্থাপনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মাইজভাণ্ডারী যুব কাফেলার সহ-সভাপতি সুমন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন আব্দুল বাতেন রেনু মাইজভাণ্ডারী, প্রধান উপদেষ্টা ফারুক সরকার, উপদেষ্টা আনোয়ার সরকার, আউয়াল মাইজভান্ডারী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার সদরপুরী, ইলিয়াস হোসেন মোল্লা, সজল সিকদার, রাকিব ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আশিক সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।