1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কানে নিষিদ্ধ হলো ‘নগ্ন পোশাক’ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ জুন ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগরিয়ার সাবেক দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা ফোরকান চট্টগ্রামের গ্রেফতার চকরিয়া উপজেলা শ্রমিক অধিকার পরিষদের ৫২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন  আমীরে জামায়াতের সাথে কানাডিয়ান হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ চীনের কমিউনিস্ট পার্টির স্বৈরাচারী সরকার তরুণদের ভবিষ্যৎ ছিনিয়ে নিয়েছিল : উপদেষ্টা আসিফ বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক ইরান শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: উপ-পররাষ্ট্রমন্ত্রী ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন সম্পন্ন  ডেমরায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু এবার ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা এনবিআর ঐক্য পরিষদের

কানে নিষিদ্ধ হলো ‘নগ্ন পোশাক’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৮৭ বার

নিজস্ব প্রতিবেদক :

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। আজ মঙ্গলবার এবারের ৭৮তম আসর বসতে যাচ্ছে ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। এরই মধ্যে উৎসবের আমেজে বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান সমুদ্রসৈকতে। সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে এ আয়োজন।

প্রতিবারের মতো এবার চাকচিক্যময় আয়োজনে কমতি রাখেনি কান কর্তৃপক্ষ। তবে যে চোখ-ধাঁধানো পোশাক কানের মূল আকর্ষণ, সেই পোশাকেই এবার বিধি-নিষেধ জারি করেছেন আয়োজকরা। এ বছর রেড কার্পেটের ফ্যাশন কিছুটা সংযত হতে চলেছে। নতুন পোশাক নীতিমালা চালু করেছে উৎসব কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রেস কোডের মূল উদ্দেশ্য পোশাক নিয়ন্ত্রণ করা নয়, বরং রেড কার্পেটে সম্পূর্ণ নগ্নতা নিষিদ্ধ করাই তাদের লক্ষ্য। ৭৮তম আসর শুরু করার প্রাক্কালে রেড কার্পেটের পোশাক নীতিমালায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন নিয়ম অনুযায়ী, সম্পূর্ণ নগ্নতা এবং অতিরিক্ত বিব্রতকর পোশাক রেড কার্পেট এবং উৎসবের অন্যান্য এলাকায় নিষিদ্ধ করা হয়েছে।

উৎসবের আয়োজকরা জানিয়েছেন, এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো ফরাসি আইন অনুযায়ী শালীনতা বজায় রাখা এবং অতিথিদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন পোশাক পরিহার করা। বিশেষ করে, অতিরিক্ত বড় গাউন বা ট্রেনযুক্ত পোশাক অতিথিদের চলাচল এবং থিয়েটারে বসার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই কিছু পোশাকের ওপর এবার নিষেধাজ্ঞা জারি করেছে কান কর্তৃপক্ষ। যার মধ্যে রয়েছে ট্রান্সপারেন্ট বা ‘নেকেড ড্রেস।’ সম্পূর্ণ বা অর্ধ নগ্নতা প্রদর্শন করে এমন পোশাক। বিশেষ করে দীর্ঘ ট্রেনযুক্ত গাউন।

ব্যাকপ্যাক বা ওভারসাইজড হ্যান্ডব্যাগ এবং সাধারণ স্নিকার্স পরাও নিষিদ্ধ করা হয়েছে। এবারের কান উৎসবে নারীদের জন্য দীর্ঘ গাউন, ককটেল ড্রেস, বা টেইলার্ড প্যান্টসুট এবং পুরুষদের জন্য ডার্ক স্যুট ও বো টাই অনুমোদন দেওয়া হয়েছে। এলিগ্যান্ট জুতা বা স্যান্ডেল, হিল সহ বা হিল ছাড়া জুতাও পরতে পারবেন আমন্ত্রিতরা। তবে স্নিকার্স নয়।

উল্লেখ্য, এর আগেও কান উৎসবে পোশাকসংক্রান্ত বিতর্ক সৃষ্টি হয়েছিল। ২০১৫ সালে সমতল জুতা পরার কারণে কিছু নারী অতিথিকে রেড কার্পেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন উৎসবে পোশাক বিতর্কের কারণে নতুন করে ভাবতে বাধ্য হন কান কর্তৃপক্ষ। ২০২২ সালে একটি টপলেস প্রতিবাদ এবং ২০২৫ সালের গ্র্যামিতে বিয়াঙ্কা সেনসোরির ট্রান্সপারেন্ট পোশাকে বিতর্ক সৃষ্টি হয়।

সূত্র : সিএনএন ও দ্য গার্ডিয়ান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net