1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা -১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আফজাল হোসাইনকে সমর্থনের আহবান জানিয়েছেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচন বিষয়ক সেক্রেটারি মো. মনিরুজ্জামান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

ঢাকা -১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আফজাল হোসাইনকে সমর্থনের আহবান জানিয়েছেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচন বিষয়ক সেক্রেটারি মো. মনিরুজ্জামান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৬২ বার

নিজস্ব প্রতিবেদক :

মাওলানা আফজাল হোসাইনকে সমর্থনের আহ্বানে শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নির্বাচন বিষয়ক সেক্রেটারি মো. মনিরুজ্জামান শুভেচ্ছা বার্তা।

আলহামদুলিল্লাহ।

সময়ের প্রয়োজনে জাতির পথ দেখায় যারা—তাঁরা কেবল প্রার্থী নন, তাঁরা ভবিষ্যতের দিশারী।

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংসদ সদস্য পদে মনোনীত হয়েছেন আমাদের গর্ব, আমাদের প্রিয় মুখ—মাওলানা আফজাল হোসাইন।

 

শিমুলিয়া ইউনিয়নের সন্তান হিসেবে তাঁর এই মনোনয়ন শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়—এটি আমাদের সম্মান, আমাদের আবেগ, আমাদের দীর্ঘদিনের প্রার্থনার ফল। এই ঐতিহাসিক মুহূর্তে শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী এবং সমগ্র ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা জানাই অন্তরের গভীর থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা।

 

আমি, মো. মনিরুজ্জামান, নির্বাচন বিষয়ক সেক্রেটারি হিসেবে দৃঢ়চিত্তে বিশ্বাস করি—মাওলানা আফজাল হোসাইন একজন সৎ, নিষ্ঠাবান ও দূরদর্শী নেতা। ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব থেকে শুরু করে ঢাকা জেলা উত্তর জামায়াতে ইসলামীর আমির হিসেবে দীর্ঘ ৪বছর এবং বর্তমানে অবিভক্ত ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারির গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর দক্ষতা, নৈতিকতা, মানুষের প্রতি অগাধ ভালোবাসা ও ধৈর্য্যর স্বাক্ষর রেখে চলেছেন। তাঁকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংসদীয় আসনের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আমি তারই দাওয়াতে উক্ত সংগঠনে শামিল হয়েছি। ভাইকে অনেক কাছ থেকেই দেখার সুযোগ হয়েছে, তিনি সাদামাটা পরিচ্ছন্ন জীবন যাপনে অভ্যস্ত ও আমার জানামতে আমানতদারিতা এবং দায়িত্বশীলতায় এক অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। তিনি একাধারে একজন ছাত্রনেতা এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও সমাজে ব্যাপক সারা জাগিয়েছে।

 

তিনি কেবলমাত্র রাজনৈতিক ব্যক্তিত্যই নন বরং বিশিষ্ট সমাজ সংস্কারক,আলেমেদ্বীন দাঈলাল্লাহ্। বারবার কারানির্যাতীত মজলুম জননেতা ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ রাস্ট্র প্রতিষ্ঠার অকুতোভয় দুঃসাহসী সৈনিক।

 

আমরা বিশ্বাস করি—ঢাকা-১৯ আসনের প্রতিটি ভোটার যাঁরা ন্যায়বিচার, মানবিকতা ও সুস্থ রাজনীতির স্বপ্ন দেখেন, তাঁরা এই নির্বাচনে মাওলানা আফজাল হোসাইনের পক্ষে রায় দেবেন।

 

আসুন, আমরা সবাই মিলে বিভাজন নয়, ঐক্য বেছে নেই।

নেতৃত্বহীন নয়, একটি আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠা করি।

আসুন, আমরা একসাথে এগিয়ে যাই মাওলানা আফজাল হোসাইনের হাত ধরে—ইনসাফ, উন্নয়ন ও জনকল্যাণের পথে।

 

আল্লাহ আমাদের সহায় হোন।

শুভকামনায়—

মো. মনিরুজ্জামান

নির্বাচন বিষয়ক সেক্রেটারি

শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net