মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, ঠাকুরগাঁওয়ে জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এ উপলক্ষে ৬ মে মঙ্গলবার শহরের তাঁতীপাড়াস্থ টুর্নামেন্ট পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স গার্ডেনিয়ার স্বত্তাধিকারী মো: নূর-এ-শাহাদাৎ স্বজন, ঠাকুরগাঁও জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো: মোমিনুল হক বাবু, ঠাকুরগাঁও জেলা অ্যাম্পায়ার ও স্কোরার্স এসোসিয়েশনের সহ সভাপতি এ্যাড. আশিকুর রহমান রিজভী, ঠাকুরগাঁও জেলার ক্রীকেট কোচ মো: রোকনুজ্জামান রাহাত প্রমুখ। টুর্নামেন্টের আহবায়ক মো: নূর-এ-শাহাদাৎ স্বজন জানান, আগামী ৮ মে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে। টুর্নামেন্টে ঢাকা, পাবনা, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও ঠাকুরগাঁওয়ের ৩টি উপজেলার দল মিলে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। ৭ মে বুধবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জাতীয় টিমের সাবেক ফুটবলার আরফাত আলি রনি সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো:- ঠাকুরগাঁও ইয়্যুথ কাব, দিনাজপুর ডিমেনেটর্স, সৈয়দপুর ফিউচার স্টার ইলেভেন, হ্যালো পান্ডা ওয়ারিয়র্স যশোর, পীরগঞ্জ ক্রিকেট একাডেমী ঠাকুরগাঁও, বেঙ্গল বয়েস ক্রিকেট একাডেমী দিনাজপুর, এ এস স্পোর্টস দেবীগঞ্জ পঞ্চগড়, ডোপ স্ট্রাইকার্স ঢাকা, সৃজন ওয়ারিয়র্স ঠাকুরগাঁও, রাণীশংকৈল ক্রিকেটার্স ঠাকুরগাঁও, বাংলা লায়ন ক্রিকেট একাডেমী সৈয়দপুর, মাস্টার্স স্পোর্টস ইন্সটিটিউশন ঢাকা, পাবনা ক্রিকেটার্স, ইজি বাংলা লিমিটেড ঢাকা, রাজশাহী ওয়ারিয়র্স ও দিনাজপুর ইমাজিং বয়েস দিনাজপুর। আগামী ১৭ মে টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা রয়েছে।