গোদাগাড়ী প্রতিনিধি :-
রাজশাহী জেলা প্রশাসক ( ডিসি ) আফিয়া আক্তার গোদাগাড়ী উপজেলা ও থানা পরিদর্শন করেছেন।
৪ এপ্রিল (রবিবার) দুপুর ১২ টায় তিনি উপজেলার সকল দপ্তর পরিদর্শন করেন। এসময় তিনি সকল দপ্তরের কার্যক্রম পরিপাটি দেখে সন্তোষ প্রকাশ করেন।
আফিয়া আক্তার গোদাগাড়ী উপজেলা পরিদর্শনে আসায় গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ,সহকারি কমিশনার (ভূমি) শামসুল ইসলামসহ উপজেলার কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
জেলা প্রশাসক উপজেলার সকল কার্যক্রম নিয়ে ইউএনও ফয়সাল আহমেদ সহ সকল কর্মকর্তাদের সাথে কথা বলেন।
শিক্ষার মানউন্নয়ন ও উত্তম চর্চা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। আফিয়া আক্তার ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রমসহ কর আদায়ের বিষয়ে খোঁজ খবর নেন।
পরবর্তীতে থানা পরিদর্শনে গেলে পুলিশের একটি চৌকস দল জেলা প্রশাসক আফিয়া আক্তারকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় তিনি পুলিশকে আরও মানবিক পুলিশ হওয়ার আহ্বান জানান এবং জনগণের সেবা প্রদানে আর সোচ্চার হওয়ার তাগিদ দেন।