চট্টগ্রাম চন্দনাইশে বিগত একসপ্তাহ ধরে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বিদ্যুতের লোডশেডিং এর কারণে ওষ্টাগত মানুষের জীবন। বোরো ধানের মৌসুমে অতিরিক্ত তাপমাত্রার কারণে শ্রমিক সংকটে পড়েছে কৃষকেরা।
গত একসপ্তাহ ধরে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ সঠিকভাবে না পাওয়ায় সাধারণ মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠেছে। বেড়েছে গরম জনিত রোগ। অতিরিক্ত তাপমাত্রার পাশাপাশি কয়েক ঘন্টা বিরতি দিয়ে বিদ্যুতের আসা-যাওয়া ফলে জন-জীবন ওষ্টাগত। বিশেষ করে দুপুর বেলা বিদ্যুৎ আসে ঘন্টাকানিক পর পুণরায় চলে যায়। আসে আরো ১ ঘন্টা পর, এভাবে চলতে থাকে সারাদিন বিদ্যুতের লোডশেডিং। চন্দনাইশে ৮০ হাজার গ্রাহকের বিপরীতে ২৪ মেগাওয়াড বিদ্যুতের চাহিদা রয়েছে। পল্লী বিদ্যুতের ডিজিএম বলেছেন, চন্দনাইশে ৮০ হাজার গ্রাহকের বিপরীতে ২৪ মেগাওয়াড বিদ্যুৎ পেয়ে থাকেন। দোহাজারী গ্রিডের ত্রুটি জনিত কারণে বিদ্যুৎ মাঝে মধ্যে চলে যায়। তাছাড়া অতিরিক্ত তাপদাহের কারণে বৈদ্যুতিক পাখা এবং এসি সার্ভিস মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে কিছুটা ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ ব্যাপারে নির্দেশনা পেলে বিনা অনুমতিতে যারা এসি ব্যবহার করছেন এবং নীতিমালার বাহিরে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে তুলনামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ রয়েছে।
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃএ স.এম.জাকির।
১২/৫/২০২৫খ্রী.