নিজস্ব প্রতিবেদক :
নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানাতে অনুরোধ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। এর ফলে, ইসি সাধারণ মানুষদের আনুষ্ঠানিকভাবে ভোট নিয়ে আশ্বস্ত করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে এবং সেভাবে পরিচালিত হচ্ছে। তবে সংবিধান অনুযায়ী অন্যদেশের নাগরিক উপদেষ্টা হতে পারেন না। এ সময়, লন্ডন বৈঠকে কারও দায়মুক্তি নিয়ে আলোচনা হয়নি বলেও জানান তিনি।
এরআগে গত শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেড় ঘণ্টা বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছর রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে।