২৪-এর স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ, ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম এর প্রথম মৃত্যুবার্ষিকীতে শহীদ ওয়াসিম সহ সকল শহীদের রূহের মাগফেরাত কামনায় ঢাকা কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে কোরআন খতম ও মিলাদ মাহফিল।
শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ, ঢাকা কলেজ-এর আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম খন্দকার পারভেজ।
উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ, ঢাকা কলেজ-এর সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম, সিনিয়র সহ-সভাপতি রুবাইয়ের হোসেন, সিনিয়র-যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম প্রধান, যুগ্ম-সম্পাদক জামাল হোসেন বাহার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদল এর সাবেক সভাপতি কাজি মাসুদ করিম, ঢাকা কলেজ ছাত্রদলের বর্তমান কমিটির সদস্য-সচিব মোঃ মিল্লাদ হোসেন, প্রথম যুগ্ম-আহ্বায়ক শাহাবুদ্দিন ইমন, মামুনুর রহমান মামুন, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, মাজেদুল ইসলাম মাজেদ, তানভীর মাদবর, মোঃ হাসনাইন, সাজ্জাদ হোসেন জেমিন প্রমুখ
এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঢাকা কলেজ ছাত্রদল-এর যুগ্ম আহ্বায়ক ও শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ ঢাকা কলেজ এর উপদেষ্টা মোঃ জিয়াউর রহমান খন্দকার।
মিলাদ মাহফিল শেষে শহীদের রুহের মাগফেরাত কামনায় খাবার বিতরন করা হয়।