ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে নির্বাচনের সার্বিক তদারকি ও পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত হয়েছে ২২ সদস্যের উপদেষ্টা কমিটি। মঙ্গলবার এক বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই কমিটির অনুমোদন দেন।
উপদেষ্টা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সদস্য-সচিবের দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সাবেক ডিন, অবসরপ্রাপ্ত শিক্ষক, সংখ্যাতিরিক্ত অধ্যাপক এবং প্রশাসনিক পদে অধিষ্ঠিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. একরামুল হক, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ।
কমিটিতে আরো রয়েছেন কলা ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা। সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. সদরুল আমিন, ড. তাজমেরী এস এ ইসলাম, ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ, অধ্যাপক মো. ফেরদৌস হোসেন, অধ্যাপক শরীফ উল্লাহ ভুঁইয়া, অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মো. লুৎফর রহমান, সাবেক রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান ও সাবেক ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুজ্জামান।
গতকাল ১ জুলাই (মঙ্গলবার) উপাচার্যের সভাকক্ষে উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, চিফ রিটার্নিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তারা ও সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে নির্বাচনকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সম্ভাব্য চ্যালেঞ্জ, নিরাপত্তা পরিকল্পনা, ভোটগ্রহণ পদ্ধতি, শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং সমন্বিত ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা নির্বাচন পরিচালনার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও পরামর্শ প্রদান করেন।