বিশেষ প্রতিনিধি:
কুমিল্লা চৌদ্দগ্রাম ৫নং শুভপুর ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কাদৈর উচ্চ বিদ্যালয় এর মিলনায়তনে গ্রাম প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে ২ জন করে প্রতিনিধি অংশগ্রহণ করেন ।
উক্ত গ্রাম প্রতিনিধি ও মতবিনিময় সভায় মিডিয়া সম্পাদক সাংবাদিক নুরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামী সমাজ কল্যাণের সাধারণ সম্পাদক মোদাচ্ছের আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ কল্যাণের সহ-সভাপতি মাওলানা আবু নাছের, সহ-সভাপতি অধ্যক্ষ মো: ওমর ফারুক, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন ফয়সাল, মাওলানা জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ সাগর, অফিস সম্পাদক মোরশেদ আলম মোহন, অর্থ সম্পাদক শফিউল বাসার, শিক্ষা কার্যক্রম সম্পাদক জসীমউদ্দীন, শ্রমিককল্যাণ সম্পাদক নুর মোহাম্মদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চৌদ্দগ্রাম উপজেলা সহ-সভাপতি জামাল উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য মাইন উদ্দিন। এছাড়া ও নির্বাহী কমিটির সদস্য আব্দুস সালাম, শাহাদাত হোসেন হাফেজ, ব্যাংকার শামসুল আলম, ডা. জাফর ইকবাল, মাওলানা মাহফুজ সহ ইসি কমিটির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।