সুশাসন ও দাবী পরিশোধে দৃঢ় অঙ্গীকার
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল
লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী গত পাঁচ বছরে
প্রিমিয়াম আয়, লাইফ ফান্ড এবং দাবি পরিশোধ
এই তিনটি সূচকে ধারাবাহিক ও উল্লেখযোগ্য
হারে বৃদ্ধি হয়েছে। প্রতিষ্ঠানটি শুধু আর্থিক দিক
থেকে শক্তিশালী হয়নি, বরং গ্রাহক আস্থা ও
বাজারে অবস্থান আরও মজবুত করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, ২০১৯ সালে
ন্যাশনাল লাইফের প্রিমিয়াম আয় ছিল এক হাজার
৭৮ কোটি টাকা, যা পরবর্তী বছরে ২০২০ সালে
বেড়ে দাঁড়ায় এক হাজার ২০১ কোটি টাকা।
২০২১ সালে বৃদ্ধি পেয়ে প্রিমিয়াম আয় হয় এক
হাজার ৪২৩ কোটি টাকা, ২০২২ সালে এক
হাজার ৬১৬ কোটি টাকা, ২০২৩ সালে এক
হাজার ৮৬৮ কোটি টাকা এবং সর্বশেষ ২০২৪
সালে রেকর্ড গড়ে প্রিমিয়াম আয় পৌঁছে ২
হাজার ১০৬ কোটি টাকায়। অর্থাৎ
পাঁচ বছরে প্রিমিয়াম আয়ে প্রবৃদ্ধি
হয়েছে প্রায় ১৫ শতাংশ বা
দ্বিগুণ।
বিশ্লেষকদের মতে, প্রতি বছর
প্রিমিয়ামে ধারাবাহিক বৃদ্ধি
প্রতিষ্ঠানটির সুশৃঙ্খল ব্যবসায়িক
নীতি ও গ্রাহককেন্দ্রিক পণ্যের
প্রভাব প্রতিফলিত করছে। এ জন্য
ভূমিকা রেখেছে দক্ষ নেতৃত্ব এবং দৃঢ়
প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ।
লাইফ ফান্ডে ন্যাশনাল লাইফের প্রবৃদ্ধি আরও
নজরকাড়া। ২০১৯ সাল পর্যন্ত লাইফ ফান্ড
ছিল ৩,৬৯৯ কোটি টাকা, যা ২০২০ সালে
বেড়ে দাঁড়ায় ৪,০০৭ কোটি টাকা, ২০২১
সালে ৪,৩৮৬ কোটি টাকা, ২০২২ সালে
৪,৮০১ কোটি টাকা, ২০২৩ সালে
৫,৩০১ কোটি টাকা, এবং ২০২৪
সালে রেকর্ড ৫, ৯৭৩ কোটি
টাকায়। পাঁচ বছরে লাইফ ফান্ডে
যোগ হয়েছে প্রায় ২ হাজার ২৭৪
কোটি টাকা, যা প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী
আর্থিক পরিকল্পনা, বিনিয়োগ নীতি এবং
গ্রাহক আস্থা বৃদ্ধির প্রমাণ। বিশেষ করে
২০২২-২০২৪
সময়ে ফান্ডে উল্লিখিত প্রবৃদ্ধি
দেশের বীমা খাতে
ন্যাশনাল লাইফকে বিশেষ অবস্থানে স্থাপন
করেছে।
গ্রাহক আস্থা বজায় রাখার ক্ষেত্রে দাবি পরিশোধের
ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাশনাল
লাইফের দাবি পরিশোধের তথ্য তা প্রমাণ করে।
২০১৯ সালে দাবি পরিশোধ করা হয় ৭৩৫ কোটি
টাকা, যা ২০২০ সালে বৃদ্ধি পেয়ে হয়।
৭৯৯ কোটি টাকা, ২০২১ সালে
৮৮২ কোটি টাকা, ২০২২ সালে
১,০৫২ কোটি টাকা, ২০২৩
সালে ১,১০০ কোটি টাকা এবং
২০২৪ সালে রেকর্ড ১,২০৪ কোটি টাকা।
বিশ্লেষকরা মনে করছেন,
এই ধারাবাহিক বৃদ্ধি প্রতিষ্ঠানটির
আর্থিক সুস্থতা ও গ্রাহকসেবা সক্ষমতার প্রতিফলন।
প্রিমিয়াম আয়, লাইফ ফান্ড ও দাবি পরিশোধ এই
তিনটি সূচকের ধারাবাহিক বৃদ্ধি প্রমাণ করছে,
ন্যাশনাল লাইফ কেবল আর্থিক দিকেই নয়, গ্রাহক
আস্থা ও বাজারে অবস্থানেও শীর্ষে রয়েছে।