1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে বিটিসিএলের জমিতে ফের ব্যানার, আড়ালে হচ্ছেটা কি? উত্তরায় ৭ তলা ভবনে আগুন, একই পরিবারের ৩ জনসহ নিহত ৬ গুইমারা হাটে পাহাড়ি নারীদের জীবন-সংগ্রাম ও ঐতিহ্যের বুনন চৌদ্দগ্রামে সাংবাদিক ফখরুদ্দীন ইমনের বোন সবুরা বেগমের ইন্তেকাল খুটাখালীতে অভিবাসীদের কল্যানে মাইগ্রেশন ফোরামের সভা অনুষ্ঠিত  প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে তারেক রহমানের সাক্ষাৎ নবীনগর উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হলেন পার্থ চক্রবর্তী নবীনগরে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ স্কাউট শাহরিয়ার শুদ্ধ হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল চেম্বার আদালতের কার্যতালিকায় ইরান ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

আনোয়ারা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে শিক্ষকদের নিয়ে  এ সম্মেলন শুরু হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি এতে উপস্থিত হয়ে শিক্ষা উন্নয়ন, নৈতিক শিক্ষা বিস্তার, শিক্ষক সমাজের অধিকার রক্ষা এবং সমাজ সংস্কারে শিক্ষকের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা মঈনুদ্দিন। তিনি বলেন, “শিক্ষক সমাজ জাতি গঠনের মূল কারিগর। শিক্ষকদের সম্মান, সুরক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। শিক্ষকরা ঐক্যবদ্ধ হলে জাতির উন্নয়ন ত্বরান্বিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ। তিনি শিক্ষকদের বর্তমান চ্যালেঞ্জ, নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধ এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে শিক্ষকদের ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা না হলে দেশের শিক্ষা কাঠামো মজবুত হবে না। শিক্ষকদের উন্নয়ন ছাড়া একটি দক্ষ ও মানবিক সমাজ গঠন সম্ভব নয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শিক্ষাবিদ অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী। তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্বল দিক, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের পাঠদান নিয়ে নানা দিক তুলে ধরেন। তিনি আরও বলেন, শিক্ষকরা জাতির মস্তিষ্ক। তাদের দাবিদাওয়া, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে আমার অঙ্গীকার। এজন্য নীতি-নৈতিকতার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলার আমির, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আব্দুল গণি। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে শিক্ষকদের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শিক্ষকদের হাত ধরেই দেশ সঠিক পথে এগোবে। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না।এছাড়াও আরও বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলার সাবেক আমির মাষ্টার মনসুর আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল হাসান খোকা, সহকারী সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নাছির উদ্দিন শাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তারা শিক্ষকদের আর্থিক নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের নৈতিকতা চর্চার প্রতি গুরুত্ব আরোপ এবং শিক্ষা ব্যবস্থার সমন্বিত সংস্কারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net