এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি
দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরেছেন ইতালির লাসপেসিয়ার বিএনপির সাবেক সভাপতি ও লন্ডনে বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান।তিনি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উওর ইউনিয়ন নাগঝাটিয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর শাহজালাল বিমানবন্দরে পৌঁছার পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এর আগে নেতাকর্মী ও সমর্থকরা সকাল থেকেই বিমানবন্দর এলাকায় ভিড় জমান পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রবাসী বিএনপি নেতা মিজানুর রহমান উপস্থিত কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, দেশে থাকা অবস্থায় ২০০৮ সাল থেকে জনগণের ভোটের অধিকারের দাবিতে রাজপথে আন্দোলন করেছি। আন্দোলন থেকে দূরে রাখতে আওয়ামী প্রশাসন আমার উপর হামলা ও মামলা দিয়েছে। গত ১৬ বছর আমাদের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে লাখ লাখ মামলা দিয়ে শেখ হাসিনা কাউকে দেশ ছাড়া কাউকে বাড়ি ছাড়া করেছে। সেই ফ্যাসিস্ট সরকার ছাত্রজনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা এখন নিরাপদ ও মুক্ত।
তিনি আরও বলেন,দীর্ঘ ১৮ বছর পর দেশের মাটি পা রাখলাম, প্রিয় জন্মভূমিকে আবারো নতুন করে ঢেলে সাজাতে হবে,সেই লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের জন্য দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের নেতাকর্মীরা সকল বেধাবেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে কুমিল্লা-৯ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম ভাইয়ের পক্ষে কাজ করতে হবে এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুদাফরগঞ্জ উওর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও সাবেক মেম্বার ফজুল হক, বিএনপির সহ সভাপতি ও ওয়ার্ড বিএনপি সভাপতি আরিফুর রহমান দুলাল, মুনাফ পাটোয়ারী,ছাত্রদলের নেতা সাখাওয়াত হোসেন, মনির, ইউছুফ, বাহার প্রমুখ।