নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনাপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশি পিস্তল, ১টি একনলা বন্দুক, ১০টি গ্রেনেড, ৪৩ রাউন্ড গুলি, ম্যাগাজিন, কার্তুজ ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে নৌবাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনাপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী মিজান প্রকাশ ‘লম্বা মিজান’-এর বসতবাড়িতে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র মজুদ রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস ও টেকনাফ কন্টিনজেন্ট যৌথভাবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
তিনি আরও জানান, অভিযানকালে মিজানের বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়নৌবাহিনীর সদস্যরা।
উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।