এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ)আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বৃহত্তর সুন্নী জোট (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলার সভাপতি মীর মুহাম্মদ আবু বকর সিদ্দিক।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নার্গিস সুলতানার কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পরে মীর মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, কুরআন সুন্নী মতাদর্শ ও ইসলামী সমাজব্যবস্থা রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে বৃহত্তর সুন্নী জোট তাকে একক প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। আমরা মুক্তিযুদ্ধভিওিক একটি রাজনৈতিক দল। সমাজ থেকে জঙ্গিবাদ,সন্ত্রাস, মাদক নির্মূলই আমাদের অঙ্গীকার। সরকারি বিধি-বিধান ও আচরণবিধি মেনে খুব শিগগিরই প্রতিটি ভোটারের দোরগোড়ায় চেয়ার প্রতীকের দাওয়াত পৌঁছে দেবেন,আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই রাজনীতি আমার কাছে মানুষের সেবা করার একটি মাধ্যম।
এসময় উপস্থিত ছিলেন,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিন উদ্দিন,পৌরসভা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাধারণ সম্পাদক আবদুল হান্নানসহ দলীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।