1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা চৌদ্দগ্রাম থানার ওসির সাথে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত টেকনাফ-সেন্টমার্টিন নৌ–রুটে স্পিডবোট ডুবি, মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়েই খালেদা জিয়ার চিকিৎসা চলছে: ফখরুল

টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ০ বার

টেকনাফ, (কক্সবাজার), প্রতিনিধি

 

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহরণ বৃদ্ধি ও পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দৌরাত্ম্য থামাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

 

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় শতাধিক স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। পরে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও শ্রমজীবী বিভিন্ন পেশার মানুষ প্ল্যাকার্ড–ফেস্টুন হাতে সমাবেশে যোগ দেন।

 

সমাবেশে বক্তারা সাম্প্রতিক অপহৃতদের দ্রুত উদ্ধার, পাহাড়ি এলাকায় টহল জোরদার ও সশস্ত্র সন্ত্রাসী দমনে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান।

 

স্থানীয়রা অভিযোগ করেন, অপহরণপ্রবণ এলাকার কাছেই বাহারছড়া পুলিশ ফাঁড়ি থাকলেও কার্যকর টহল ও নজরদারি নেই। মাঝে মাঝে “লোক দেখানো অভিযান” চালানো হলেও তা কোনো বাস্তব সাফল্য এনে দিতে পারছে না। এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

 

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, “আমাদের ইউনিয়নে পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা বেশি। দোকান–বাজারে লোকজন বসলে সশস্ত্র দল এসে ধরে নিয়ে যায়। পাহাড় বড় এবং দুর্গম হওয়ায় অভিযান সফল হয় না।”

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাল আবেদীন বলেন, “দিনদিন অপহরণ ভয়াবহভাবে বাড়ছে। এতে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রশাসনকে আর নীরব না থেকে কঠোর অবস্থান নিতে হবে। পাহাড়ি জনপদজুড়ে পর্যবেক্ষণ ও টহল বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রহিম উল্লাহ আল নোমান বলেন, “ক্রমবর্ধমান অপহরণ আমাদের স্বাভাবিক জীবন ব্যাহত করছে। পর্যটন ও চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত নিরাপত্তা জোরদার করে অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

 

গত ৩০ নভেম্বর সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালীর পূর্বপাড়া থেকে খেলা করার সময় ছয় শিশু-কিশোরকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। পরে দুজন পালিয়ে এলেও এখনো চারজন তাদের কাছে জিম্মি রয়েছে। এর আগে এ এলাকায় আরও কয়েকজনকে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

 

স্থানীয়দের দাবি, দ্রুত সমন্বিত অভিযান না চালালে টেকনাফের শান্ত জনপদ আরও ভয়ংকর নিরাপত্তাজনিত সংকটে পড়বে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net