1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সময়কে মূল্যায়নের আহ্বান প্রধান অতিথির - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টেকনাফে নাফ নদীতে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঁশখালীতে ওলামা দলের দোয়া মাহফিল  সোনারগাঁয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সময়কে মূল্যায়নের আহ্বান প্রধান অতিথির সেন্টমার্টিনে নৌবাহিনীর অভিযানে মিয়ানমারগামী সিমেন্টের চালান জব্দ ৩০ মাঝিমাল্লা আটক চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার লাকসামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলা: বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি শহিদ সভাপতি ও খুরশীদ সাধারণ, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-কার্তুজসহ আটক ১ টেকনাফে মাদক কারবারি আব্দুল শুক্কুর ইয়াবাসহ আটক

সোনারগাঁয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সময়কে মূল্যায়নের আহ্বান প্রধান অতিথির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪ বার

মো.শাহ্জালাল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সোনারগাঁ সরকারি কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য মাওলানা আব্দুল জব্বার। বক্তব্যে তিনি বলেন, অনেক মেধাবী শিক্ষার্থী সময়ের মূল্য না দেওয়ার কারণে পিছিয়ে গেছে। কলেজের দুই বছরকে যারা গুরুত্ব দেবে, তাদের ভবিষ্যৎই হবে সম্ভাবনাময়।মোবাইল ফোনের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, মোবাইল আমাদের নিয়ন্ত্রণ করবে না, আমরা মোবাইল নিয়ন্ত্রণ করব।

 

তিনি আরও বলেন, ছাত্ররাজনীতি তখনই টিকে থাকা উচিত যখন ছাত্ররা নিজেকে নিরাপদ মনে করবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ক্যাম্পাসে রাজনীতি বন্ধের কথাও উল্লেখ করেন তিনি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির পাশাপাশি প্রধান মেহমান ছিলেন নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আগের তুলনায় শান্ত ও স্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছে।

 

অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা হাফেজ ইউসুফ ইসলাহী। তিনি বলেন, গত পনের বছরে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিক্ষার্থীরা প্রকৃত মেধা বিকাশের সুযোগ পায়নি। তাঁর দাবি, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ছাত্রশিবির নিয়মিত কাজ করে যাচ্ছে।

 

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান, ফাতেমা টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ড. আজগর আলী, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. আকরাম হোসাইন, জেলা সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত, সোনারগাঁ ছাত্রীসংস্থার সভানেত্রী আছিয়া আক্তারসহ আরও অনেকে।

 

আয়োজকরা জানান, অনুষ্ঠানের শেষ অংশে প্রায় ৮০০ শিক্ষার্থীর হাতে উপহার প্যাকেট তুলে দেওয়া হয় এবং শিশু শিল্পী রাশেদুল ইসলাম ইসলামী সংগীত পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net