1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম-১৩ আসনে রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত, চমকে জামায়াত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালী থেকে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ আটক-১ চট্টগ্রাম-১৩ আসনে রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত, চমকে জামায়াত কোন দল দেশ ও জনগণের কল্যাণে কাজ করেনি- ঈদগাঁওয়ে শহিদুল আলম বাহাদুর কুমিল্লা ক্রিয়েটিভ চারুকলা ইনস্টিটিউটের আর্ট ক্যাম্প অনুষ্ঠিত সামাজিক অপরাধ প্রতিরোধে মসজিদে ওসির জনসচেতনতামূলক বক্তব্য ফেনীবাসীর দীর্ঘদিনের দুঃখ ও দাবি- ফেনী নদীতে বাঁধ নির্মাণ করা হবে -ডা. শফিকুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক রামগড়ে উপজেলা ও পৌর শ্রমিকলীগের সভাপতির বিএনপিতে যোগদান রাঙ্গাবালীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ টহল পুকুর ভরাটের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে পরিবেশে অধিদপ্তরের মামলা

চট্টগ্রাম-১৩ আসনে রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত, চমকে জামায়াত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২ বার

বদরুল হক, (কর্ণফুলী) চট্টগ্রাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ আসন (আনোয়ারা–কর্ণফুলী) এলাকায় ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক মাঠ। দীর্ঘদিন ধরে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখনো পুরোপুরি কাটেনি। এমন পরিস্থিতিতে ১১ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী এ আসনে চমক দেখাতে পারেন বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক পর্যেবক্ষকরা। নির্বাচনী এলাকা সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ৩৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৪ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৬২ জন। ভোটার সংখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ এই আসনে ভোটের ফলাফল নির্ভর করবে দলীয় ঐক্য, ভোটার উপস্থিতি এবং প্রার্থীর গ্রহণযোগ্যতার ওপর। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের অনেক নেতা, কর্মী ও সমর্থক যদি নির্বাচনে সক্রিয়ভাবে ভোট দিতে না যান, আর বিএনপির ভেতরের অস্পষ্ট দ্বন্দ্ব যদি কাটিয়ে উঠতে ব্যর্থ হয়, তাহলে ভোটের হিসাব পুরোপুরি পাল্টে যেতে পারে। এমন সুযোগকে কাজে লাগাতে মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছেন জামায়াত প্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, বিএনপির ভেতরে দীর্ঘদিন ধরে ত্যাগী নেতা, কর্মীদের মূল্যায়ন না করা, আওয়ামী লীগ সরকারের আমলে এলাকার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যথাযথ সময় না দেওয়া এবং একই ব্যক্তি তিনবার সংসদ সদস্য হওয়ায় ভোটারদের একটি বড় অংশ এখন পরিবর্তনের কথা ভাবছেন। বিশেষ করে তরুণ ও মধ্যবয়সী ভোটারদের মধ্যে এই পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্টভাবে লক্ষ করা যাচ্ছে। বিএনপির একাধিক স্থানীয় নেতা ও কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলীয় কোন্দল আর পুরোনো নেতৃত্বে মানুষ ক্লান্ত। ত্যাগী কর্মীদের অবমূল্যায়নের কারণে অনেকেই নিরুৎসাহিত। এই সুযোগে অন্য দল লাভবান হতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতারা দাবি করছেন, তারা শান্তিপূর্ণ, সংগঠিত ও নীতিনির্ভর রাজনীতির বার্তা নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। প্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক এবং স্থানীয় সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন। সব মিলিয়ে চট্টগ্রাম-১৩ আসনে এবারের নির্বাচন সহজ নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় ঐক্যহীনতা, ভোটারদের মনোভাবের পরিবর্তন এবং মাঠের বাস্তবতা সবকিছু মিলিয়ে এই আসনে জামায়াতের জন্য একটি সম্ভাবনার জানালা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত ভোটের দিন ভোটার উপস্থিতি ও রাজনৈতিক কৌশলই নির্ধারণ করবে কে হাসবে শেষ হাসি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net