ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে অলরাউন্ডার প্রশিক্ষণের ২০তম সেশনের একাদশ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নবীনগর পৌর শহরের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সাংবাদিক জামাল হোসেন পান্নার সঞ্চালনায় স্বাগত বক্তব্যে সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি।
তিনি বলেন, দক্ষতা উন্নয়ন ও ইতিবাচক মানসিকতাই আত্মনির্ভরশীলতার মূল চাবিকাঠি। তরুণদের সেই সক্ষমতা গড়ে তুলতেই নিয়মিতভাবে এমন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সেমিনারে আলোচনায় অংশ নেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সফল উদ্যোক্তা মো. শরিফুল ইসলাম এবং সাংবাদিক সংগঠক হোসাইন ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, প্রশিক্ষক রুমা আক্তার এবং প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা এস. এ. রুবেল।