আবু সুফিয়ান
কুমিল্লা নগরীতে পুকুর ভরাটের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করেছে পরিবেশে অধিদপ্তর। এতে পাঁচ-জনের নামসহ মোট দশজনকে অভিযুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রমতে, কুমিল্লা নগরীতে ভরাট হচ্ছে ২০০ বছরের প্রাচীন একটি পুকুর। পুকুরটি কাজী বাড়ির পুকুর বা কাজী পুকুর নামে পরিচিত। নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন। যা ২০১৯ সাল থেকে কয়েক ধাপে ভরাট করা হয়। মূল সড়কের পাশে প্রথম দোকান, পরে আবাসিক ভবন নির্মাণের কাজ চলমান।
কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব জানান, এ
পুকুর ভরাটকারীদের বিষয়ে পূর্বের ডিডি থাকাকালীন তাদের নোটিশ করেছিলেন। তারা
তখন কাজ বন্ধ রেখেছে। ধীরেধীরে পুনরায় কাজ শুরু করলে আমরা সতর্ক করেছি। নিষেধাজ্ঞা অমান্য করায় মালিকদের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
কুমিল্লা সিটি কর্পোরেশন ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান বলেন, এটা আওয়ামীলীগের আমলে ভরাট শুরু হয়। তখন আমি কাজ বন্ধ করেছি। পুকুরটা এখন পরিত্যক্ত। আমার অংশ তিন শতক।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার
সুজন চন্দ্র রায় জানান, পুকুর ভরাট করার বিষয়টি জেনেছি। অভুযুক্তদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন জানান, ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে।
অনুমোদন ছাড়া ভবন করার সুযোগ নেই।