মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
মাগুরায় বীর মুক্তিযোদ্ধা গীতিকবি আমীর হামজার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠান শুক্রবার বেলা ১১টায় কবির কবর স্থানে অনুষ্ঠিত হয়েছে। কবি আমীর হামজা স্মৃতি সংসদের সভাপতি জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আমীর হামজার পত্নী মোছাঃ দুলজান বেগম।
নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কবির সুযোগ্য পুত্র মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সারথী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শিকদার মনজুরুল আলম, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রশিদ লাভলু, ও বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার বিশ্বাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সবুর,শ্রীপুর আলতাফ হোসেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ হারুনার রশিদ, দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবু ঈসাসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।
বৃত্তি প্রদান শেষে মোঃ সোহেল রানা লালটু’র পরিচালনায় কবির রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল।