সেলিম উদ্দিন, কক্সবাজার
কক্সবাজারের ঈদগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে দেড় বছরের সাজাপ্রাপ্ত বন মামলার আসামি মোঃ রফিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) সকালে গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামী মোঃ রফিককে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোঃ রফিক উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া গ্রামের হামিদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে বিশেষ অভিযান চালিয়ে কালিরছড়া এলাকা থেকে আসামি রফিককে গ্রেপ্তার করা হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামি রফিককে বিজ্ঞ আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।