মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কনকনে শীতের রাতে যখন চারপাশ নিস্তব্ধ, নিশিতে যখন মানুষ ঘরের উষ্ণতায় আশ্রয় খোঁজে। ঠিক তখনই মানবতার বার্তা নিয়ে রাস্তায় নেমেছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নূরুল আমিন।
তীব্র শীতে কষ্টে থাকা শ্রমজীবী নারী ও পুরুষদের পাশে দাঁড়িয়ে রাতের আঁধারে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন তিনি।
শুক্রবার ও শনিবার গভীর রাতে চৌদ্দগ্রাম পৌর এলাকা সহ উপজেলার বাতিসা ইউনিয়নের বিভিন্ন বাজারসহ আশপাশের এলাকায় এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। শীতের কষ্টে জবুথবু শ্রমজীবী মানুষেরা কম্বল পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কম্বলপ্রাপ্ত অনেকের মুখেই ফুটে ওঠে কৃতজ্ঞতার হাসি, চোখেমুখে দেখা যায় অচেনা আবেগ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে সারাদেশের মতো চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নে ঘন কুয়াশায় ও তীব্র শীতে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। ঠান্ডার কারণে কাজের সন্ধানে বের হতে পারছেন না অনেক শ্রমজীবী নারী ও পুরুষ। এমন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে সরাসরি মাঠে নেমে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন ইউএনও মো. নূরুল আমিন।
কম্বল পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে শ্রমজীবী নারী বিবি মরিয়ম বলেন, ‘আমরা গরীব মানুষ, কম্বল কেনার সামর্থ্য নেই। কয়েকদিন ধরে প্রচন্ড ঠান্ডায় খুব কষ্টে ছিলাম। আজ রাতে ইউএনও স্যার নিজ হাতে কম্বল দিয়েছেন। আল্লাহ উনাকে ভালো রাখুক, এবার অন্তত একটু শান্তিতে থাকতে পারবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিন বলেন এই শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন শ্রমজীবী মানুষরা। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই আমাদের দায়িত্ব। তাই রাতে তাদের কাছে গিয়ে কম্বল বিতরণ করেছি।
শীতের রাতের নীরবতায় এই উদ্যোগ যেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে প্রশাসনের একজন কর্মকর্তা দায়িত্বের সীমা ছাড়িয়ে হয়ে উঠেছেন সাধারণ মানুষের আশ্রয় ও ভরসার নাম।