ঈদগাঁওয়ে শ্রীমদ্ভগবদ্গীতা মহতী ধর্ম সভায়-কাজল
সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজিবী বিষয়ক সম্পাদক, সদর-রামু-ঈদগাঁও আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল বলেছেন-স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি দরকার। কোনো দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে—এ জন্য আমাদের সজাগ হতে হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ হরিপুর হরি মন্দিরে শ্রীমদ্ভগবদ্গীতার মহতি ধর্ম সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মন্দির প্রাংগনে শুরু হওয়া মহতি ও ভক্তিমুলুক সংগীতান্জলি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহোৎসব কমিটির সভাপতি শ্রী আশিষ কুমার দে এবং শুভ উদ্বোধন ও ধর্মীয় আলোচনা করেন সাতকানিয়া ছদহা লোকনাথ ধাম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশ্বনাথ ব্রক্ষচারী।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, বিএনপি নেতা জানে আলম, মৃনাল আচার্য, সাবেক মেম্বার মোজাম্মেল হক, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, সহ সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ সনাতন ধর্মালম্বীর সকল সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
ধর্ম সভা শুরুর পুর্বে অতিথি বৃন্দকে মন্দিরের পক্ষ হতে ফুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়া হয়।